দিন্দার দুরন্ত বোলিংয়ে রেলওয়েতে ক্র্যাক, তৃতীয় দিনের শেষে বাংলা ১৩৬ রানে এগিয়ে

অশোক দিন্দার দুরন্ত বোলিংয়ে ৩১৪ রানে রেলের প্রথম ইনিংস শেষ হয়ে গেল। বাংলা ৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। রেলওয়ে দলের মহেশ রাওয়াত চমকপ্রদ ১১৯ রান করলেন। তারসঙ্গে ৯৭ রানের যোগ্য সঙ্গত দিলেন অরিন্দম ঘোষ।

Updated By: Jan 10, 2014, 06:19 PM IST

**তৃতীয় দিন শেষে বাংলার মোট রান ১৩৩। ৪ উইকেট পড়ছে। শুক্লা ৭৮ বলে ৬৩ রান ও ঋদ্ধিমান সাহা ১০৫ বলে ৩১ রানে অপরাজিত। ১৩৬ রানের লিড নিয়ে আপাতত তৃতীয় দিন শেষ করল বাংলা।

অশোক দিন্দার দুরন্ত বোলিংয়ে ৩১৪ রানে রেলের প্রথম ইনিংস শেষ হয়ে গেল। বাংলা ৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। রেলওয়ে দলের মহেশ রাওয়াত চমকপ্রদ ১১৯ রান করলেন। তারসঙ্গে ৯৭ রানের যোগ্য সঙ্গত দিলেন অরিন্দম ঘোষ। মাত্র ৩ রানের জন্য প্রথম শ্রেণীর তৃতীয় শতরানটি হাতছাড়া হল অরিন্দমের। কিন্তু বলাবাহুল্য অশোক দিন্দার এই দুরন্ত বোলিংয়ে বাংলা লিড নিতে সক্ষম হল। বাংলার হয়ে দিন্দা ৬টি এবং শিবশঙ্কর পাল ৩ টি উইকেট নেন।

প্রথম ইনিংসে বাংলা অভিমণ্যু, সুদীপ ও ঋদ্বিমানের হাত ধরে ৩১৭ রান তোলে। সুদীপ চ্যাটার্জি মাত্র ৪রানের জন্য শতরান হাতছাড়া করেন।

ছবি(DNA)

.