বার্সেলোনা ওপেন জিতে নিলেন নাদাল
তরুণ গ্রিক টেনিস খেলোয়াড়কে হারাতে এদিন বেশি বেগ পেতে হয়নি ক্লে কোর্টের রাজাকে। ৭৭ মিনিটেই ম্যাচ পকেটে পুড়ে নেন তিনি। খেলার ফল নাদালের পক্ষে ৬-২, ৬-১।
নিজস্ব প্রতিবেদন : মন্টে কার্লো মাস্টার্সের পর এবার বার্সেলোনা ওপেন জিতে নিলেন ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল। ক্লে-কোর্টে ৫৫ নম্বর খেতাব জিতে নিলেন ৩১ বছর বয়সী নাদাল।
আরও পড়ুন- রাজস্থানকে হারিয়ে আইপিএলের শীর্ষে হায়দরাবাদ
রবিবার ফাইনালে গ্রিসের স্তেফানোস সিসিপাসকে স্ট্রেট সেটে হারালেন নাদাল। তরুণ গ্রিক টেনিস খেলোয়াড়কে হারাতে এদিন বেশি বেগ পেতে হয়নি ক্লে কোর্টের রাজাকে। ৭৭ মিনিটেই ম্যাচ পকেটে পুড়ে নেন তিনি। খেলার ফল নাদালের পক্ষে ৬-২, ৬-১। বার্সেলোনা ওপেন জেতার পর বিশেষ ভিডিও দেখে আবেগতাড়িত নাদাল জানান, "আমি ওই ভিডিও দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার কেরিয়ারে এমনটা যে হবে সেটা কখনও আমি ভাবিনি। সকলকে ধন্যবাদ এই টুর্নামেন্টকে আমার কাছে স্পেশাল করে তোলার জন্য। বিশেষ করে আমার পরিবারকে । ওরা না থাকলে সবকিছু এত সহজে হত না।"
মন্টে কার্লো মাস্টার্সের পর এবার বার্সেলোনা ওপেন জয়ের সংখ্যাটা ১১ করে নিলেন রাফা। ১০ বার ফরাসি ওপেন জিতেছেন নাদাল। আগামী মাসে ফরাসি ওপেন জিতে সংখ্যাটা ১১ করতে মরিয়া ক্লে-কোর্টের সম্রাট। বার্সেলোনা ওপেন চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন রাফায়েল নাদাল।