Exclusive Rahul Dravid: শেষ একদিনের ম্যাচে বিরাট-রোহিতদের ড্রেসিংরুমে থাকবেন না রাহুল দ্রাবিড়!

ধবার পঞ্চাশতম জন্মদিনের রাতে পার্টির পর, অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। তাঁর রক্তচাপ বেড়ে যায়।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Jan 13, 2023, 12:25 PM IST
Exclusive  Rahul Dravid:  শেষ একদিনের ম্যাচে বিরাট-রোহিতদের ড্রেসিংরুমে থাকবেন না রাহুল দ্রাবিড়!
দলের সঙ্গে না গিয়ে আগেই বেঙ্গালুরু চলে যাবেন রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র

সব্যসাচী বাগচী 

শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচে দলের সঙ্গে থাকবেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)! এমনই অবাক করার মতো খবর সামনে এসেছে। কিন্তু কেন? বুধবার পঞ্চাশতম জন্মদিনের রাতে পার্টির পর, অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। তাঁর রক্তচাপ বেড়ে যায়। ইডেনে দ্বিতীয় ম্যাচের কথা মাথা রেখে তাঁর তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করে দলের সঙ্গে যুক্ত ডাক্তাররা। সিএবি থেকেও টেলমা জাতীয় কিছু ওষুধ ভারতীয় দলে হোটেলে পৌঁছে দেওয়া হয়। 

বিসিসিআই রাহুল দ্রাবিড়ের অসুস্থতা নিয়ে কোনও বিবৃতি জারি করেনি। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোরে ফ্লাইটে তিনি বেঙ্গালুরু রওনা হয়ে যাবেন। রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) কলকাতা ছাড়বে সকাল ১১টার পরে। 

আরও পড়ুন: Hardik Pandya, IND vs SL: ছাপার অযোগ্য ভাষায় সতীর্থকে গালাগাল! ফের বিতর্কে হার্দিক, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: Kuldeep Yadav, IND vs SL: ম্যাচের সেরা হয়ে কাকে ধন্যবাদ জানালেন 'কামব্যাক ম্যান' কুলদীপ?

বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু দুপুর দেড়টায়। টস একটায়। শ্রীলঙ্কা দল সাড়ে এগারোটায় মাঠে পৌঁছে যায়। ভারতীয় দল বেলা সোয়া বারোটায় ইডেনে আসে। জানা গেল, টিম হোটেলেই বৈঠক সেরে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্রাবিড়কে দেখা যায় দলের সঙ্গেই মাঠে আসতে। জানা গেল, বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। আগামি ১৫ জানুয়ারি তৃতীয় একদিনের ম্যাচ। শেষ পর্যন্ত বেঙ্গালুরু গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রাবিড় দলের সঙ্গে যোগ দেন কিনা সেটাই দেখার।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.