সেওয়াগ, কোহলি, রাহানে, গম্ভীরকে পিছনে ফেলে একে এখন লোকেশ রাহুল
ওয়েব ডেস্ক: নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে লোকেশ রাহুলের অনবদ্য একাত্তর, এটাই এখন ব্রিটিশদের বিরুদ্ধে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর, অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেটে। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার নজির ছিল বীরেন্দ্র সেওয়াগের। ২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে বীরু করেছিলেন ৬৮। নাগপুরে সেই নজিরকে দ্বিতীয় স্থানে নামিয়ে একে উঠে এলেন লোকেশ রাহুল। উল্লেখ্য ব্রিটিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নের ইনিংস খেলেছিলেন ক্যাপ্টেন কোহলিও। বার্মিংহামে (২০১৪ সাল) বিরাটের ৬৬ রানের ইনিংস যেমন এই তালিকায় রয়েছে তেমনই রয়েছে ম্যাঞ্চেস্টারে (২০১১ সাল) অজিঙ্কে রাহানের ৬১ রানের ইনিংস এবং গৌতম গম্ভীরের ৫৮ রানের ইনিংসও (ডারবান, ২০১১ সাল)।
.@klrahul11 yesterday broke the record for the highest individual score by an India player against England in a T20I #howzstat #IndvEng pic.twitter.com/wMsarUnXVu
— ICC (@ICC) January 30, 2017
নাগপুরে ডু অর ডাই ম্যাচে রুদ্ধশ্বাস জয় হাসিল করে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেও ১৪৪ রানেই থামে ভারত। তবে 'ছোট্ট' লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের কাছে ১৩৯ রানেই থেমে যায় ব্রিটিশ ব্রিগেড। নাগপুরের ম্যাচে প্রথম টি-টোয়েন্টির মতই ওপেন করেন বিরাট, সঙ্গী লোকেশ রাহুল। দীর্ঘ দিন ব্যাটে রান নেই, বারবার প্রশ্নের মুখে পড়েছেন, অবশেষে জবাব দিলেন ব্যাটেই। ৪৭ বলে ৭১। ২ ছক্কা আর ৬টি চার দিয়েই নিজের একাত্তর রানের ইনিংস সাজিয়েছেন রাহুল। দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ে যেমন ছিল নেহেরা এবং বুমরাহর অনবদ্য বোলিং স্পেল তেমনই ব্যাটে দলকে একটা ফাইটিং স্কোরে পৌঁছে দিতে রাহুলের ভূমিকাও অনস্বীকার্য।