বাংলাদেশকে ১২৯ রানে হারিয়ে দৃষ্টিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের সফর শুরু চ্যাম্পিয়ন ভারতরে
ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় ভারতের। প্রতিপক্ষ বাংলাদেশকে ১২৯ রানে হারিয়ে দৃষ্টিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের সফর শুরু করল টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিং জুটি প্রকাশ এবং কেতনের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ভারত বাংলাদেশের কাছে ২৭৯ রানের লক্ষ্যমাত্রা রাখে। শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের সামনে ম্লান দেখায় বাংলাদেশের বোলারদের। জবাবে ব্যাট করতে নেমেও ভারতীয় বোলারদের কাছে মাথাই তুলতে পারেনি বেঙ্গল টাইগাররা। ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫০ রানই করতে পারে বাংলাদেশ। অনায়াসেই ১২৯ রানে জয় হাসিল করে ভারত।
T20 World Cup for blind: Defending champions #India thrash #Bangladesh by 129 runs. pic.twitter.com/dniAfuM0XK
— All India Radio News (@airnewsalerts) January 30, 2017
অন্যদিকে দৃষ্টিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় হাসিল করেছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২০ ওভারে ১১২ রানের লক্ষ্যমাত্রা মাত্র ৭ ওভার ২ বলেই তুলে নেয় পাকিস্তান।