সিন্ধুতে ডুবেও জাতীয় মঞ্চে ঋতুপর্ণার গর্জন, সাইনার দেশে সেরা সিন্ধু

জাতীয় ব্যাডমিন্টন ফাইনালে হেরে পিভি সিন্ধুর কাছে হেরে গেলেন বাংলার ঋতুপর্ণা দাস৷ ৭৮তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু। দ্বিতীয়বার জাতীয় খেতাব জিতলেন বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা এই ব্যাডমিন্টন তারকা। এর আগে ২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সিন্ধুর কাছে ১১-২১, ১৭-২১ হেরে দেশের সেরা হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল হলদিয়ার মেয়ে ঋতুপর্ণার৷ তবে হারলেও ঋতুপর্ণার পারফরম্যান্সে খুশি সবাই।

Updated By: Dec 23, 2013, 11:43 PM IST

জাতীয় ব্যাডমিন্টন ফাইনালে হেরে পিভি সিন্ধুর কাছে হেরে গেলেন বাংলার ঋতুপর্ণা দাস৷ ৭৮তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু। দ্বিতীয়বার জাতীয় খেতাব জিতলেন বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা এই ব্যাডমিন্টন তারকা। এর আগে ২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সিন্ধুর কাছে ১১-২১, ১৭-২১ হেরে দেশের সেরা হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল হলদিয়ার মেয়ে ঋতুপর্ণার৷ তবে হারলেও ঋতুপর্ণার পারফরম্যান্সে খুশি সবাই।

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীকান্ত। মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন জোয়ালা গুট্টা আর অশ্বিনী পুনাপ্পা জুটি। ২০০৯ সালের পর আবার সেরা হলেন তারকা এই জুটি। পুনরায় জুটি বাঁধার পর এটাই তাদের প্রথম সাফল্য।

.