ছেঁড়া জুতোয় আঠা লাগিয়েই খেলে যাচ্ছেন তিনি! জিম্বাবোয়ের অভাবী ক্রিকেটারের টুইট পোস্টের পরেই ঘটে গেল ম্যাজিক
বিগত কয়েক বছর ধরেই জিম্বাবোয়ে ধুঁকছে। পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নামছে।
নিজস্ব প্রতিনিধি: জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। আইসিসি-র থেকে যে আর্থিক সাহায্য ওই দেশ পাচ্ছে, তাই দিয়ে কোনও রকম চলছে। বিগত এক বছরের ওপর তাদের কোনও স্পনসর নেই! এমনকী দলের ক্রিকেটাররা এক জোড়া নতুন জুতোও কিনতে পারছে না। সেই পয়সাও নেই তাঁদের! সেই ছবিই এল সামনে।
ছেঁড়া জুতোয় আঠা লাগিয়েই কাজ চালাচ্ছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। সেই ছবি পোস্ট করে রবিবার অভাবী ক্রিকেটার লিখলেন, "আচ্ছা কোনও ভাবে কি আমরা স্পনসর পেতে পারি, যাতে প্রতি সিরিজের পর আমাদের জুতোয় আর এভাবে নিজেদের আঠা লাগাতে না হয়।" রায়ানের টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে গেল ম্যাজিক। বিশ্ববন্দিত জার্মান বহুজাতিক সংস্থা পুমা (Puma) এগিয়ে এল। তারা রায়ানের টুইটের জবাবে লেখে, "আঠাকে এবার সরিয়ে রাখার সময় এসেছে। তোমার জন্য পুমা আছে।"
Any chance we can get a sponsor so we don’t have to glue our shoes back after every series @newbalance @NewBalance_SA @NBCricket @ICAssociation pic.twitter.com/HH1hxzPC0m
(@ryanburl3) May 22, 2021
Time to put the glue away, I got you covered @ryanburl3 https://t.co/FUd7U0w3U7
— PUMA Cricket (@pumacricket) May 23, 2021
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার এখন কাঠের মিস্ত্রি!
বিগত কয়েক বছর ধরেই জিম্বাবোয়ে ধুঁকছে। পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নামছে। ফিরেও তাকাচ্ছে না স্পনসররা। এছাড়াও আর্থিক দুর্নীতি এবং চূড়ান্ত অব্যাবস্থারও শিকার রায়ানের দেশের ক্রিকেট।