অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার এখন কাঠের মিস্ত্রি!

২০১৭ সালে ক্রিকেটকে আলবিদা জানানো ডোহার্টি ধীরে ধীরে কাঠের কাজ শিখে ফেলেন। 

Updated By: May 23, 2021, 07:45 PM IST
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার এখন কাঠের মিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস বলছে বাইশ গজকে বিদায় জানানোর পর অনেক ক্রিকেটারই চরম অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়েছেন। ভাগ্যের করুণ পরিহাসে তাঁদের বদলে ফেলতে হয়েছে জীবিকা। কথায় বলে আজ যে রাজা, কাল সে ফকির! যেমন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জেভিয়ার ডোহার্টি (Xavier Doherty)। এখন জীবনযাপনের জন্য কাঠের মিস্ত্রির কাজ করছেন প্রাক্তন অজি স্পিনার। বানাচ্ছেন আসবাবপত্র। এই খবর জানিয়েছে খাস তাঁর দেশের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। 

আরও পড়ুন: COVID-19: পেট চালাতে দেশের আন্তর্জাতিক মহিলা ফুটবলারের মাথায় ইটের বোঝা!

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা ডোহার্টি একসময় অজি টিমের তারকা ছিলেন। বাঁ-হাতি এই স্পিনার মাইকেল ক্লার্কের ২০১৫ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া পাঁচবারের জন্য বিশ্বসেরা হয়েছিল। ২০১৭ সালে ক্রিকেটকে আলবিদা জানানো ডোহার্টি ধীরে ধীরে কাঠের কাজ শিখে ফেলেন। আজ নিজেই সবটা সামলাচ্ছেন। তিনি বুঝতে পেরেছিলেন, উপার্জনের একটা রাস্তা তাঁকে বার করতেই হবে। ফলে এই পথই তিনি বেছে নেন। গলি থেকে রাজপথ নয়, ডোহার্টির গল্পটা যেন রাজপথ থেকে গলির!

.