হ্যাক ব্যবহার করায় ৩০,০০০ অ্যাকাউন্ট ব্যান করল PUBG

সূত্রের খবর, PUBG রেডার হ্যাক ব্যবহার করার জন্য গত ডিসেম্বরে ৩০,০০০ খেলোয়াড়কে ব্লক করেছে সংস্থা। এদের মধ্যে রয়েছেন ১২ জন প্রো খেলোয়াড়ও। PUBG ইউরোপিয়ান লিগে হ্যাক ব্যবহার করায় ৩ বছরের জন্য ব্লক করে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্ট। 

Updated By: Jan 11, 2019, 03:08 PM IST
হ্যাক ব্যবহার করায় ৩০,০০০ অ্যাকাউন্ট ব্যান করল PUBG

নিজস্ব প্রতিবেদন: PUBG বা প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডে নামক গেমে সম্প্রতি মজেছে যুবসমাজ। ইতিমধ্যে বিশ্বের জনপ্রিয়তম গেইম হয়ে উঠেছে PUBG. প্রতিদিন প্রায় ৩ কোটি মানুষ খেলছেন এই গেইম। দেশে বিদেশে আয়োজন হচ্ছে PUBG-র নানা ট্যুর্নামেন্টও। তাতে অংশগ্রহণ করছেন পেশাদার খেলোয়াড়রা। কিন্তু খেলা যত জনপ্রিয় হচ্ছে ততই বাড়ছে অসদুপায় অবলম্বনের প্রবণতা। অনলাইনে রয়েছে PUBG-র একাধিক চিট ও হ্যাক। যা ব্যবহার করে রাতারাতি সাফল্যের মুখ দেখতে চাইছেন বহু খেলোয়াড়। আর তাতেই বেঁধেছে গোলমাল।

গেমে অসদুপায় অবলম্বন বন্ধ করতে গত ডিসেম্বর থেকেই ময়দানে নেমেছে PUBG-র নির্মাতা সংস্থা টেনসেন্ট গেমস। বিশেষ করে PUBG রেডার হ্যাক ব্যবহারকারীদের বেছে বেছে বাদ দিতে শুরু করেছে তারা। এই হ্যাক ব্যবহার করে গেমে বিপক্ষ দলের খেলোয়াড়দের অবস্থান জানা যায়। ফলে অনেক সহজে খুঁজে বার করা যায় গন্তব্যে পৌঁছনোর নিরাপদ পথ। 

PUBG খেলতে খেলতে মানসিক ভারসাম্য হারালেন শহরের একাধিক যুবক, ৬ জনকে ভর্তি করা হল হাসপাতালে

সূত্রের খবর, PUBG রেডার হ্যাক ব্যবহার করার জন্য গত ডিসেম্বরে ৩০,০০০ খেলোয়াড়কে ব্লক করেছে সংস্থা। এদের মধ্যে রয়েছেন ১২ জন প্রো খেলোয়াড়ও। PUBG ইউরোপিয়ান লিগে হ্যাক ব্যবহার করায় ৩ বছরের জন্য ব্লক করে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্ট। 

PUBG-র তরফে জানানো হয়েছে, এখনো বহু খেলোয়াড় হ্যাক ব্যবহার করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। যে কোনও মুহূর্তে বন্ধ করে দেওয়া হতে পারে তাদের অ্যাকাউন্টও। সাসপেন্ড হওয়া ১২ জন প্রো খেলোয়াড়ের মধ্যে ১০ নিজেরা রেডার হ্যাক ব্যবহার করছিলেন বলে জানিয়েছে PUBG. ২ জন সেকথা জানতেন বলে তাদেরও ব্লক করা হয়েছে।    

 

.