রিয়ালের বিরুদ্ধে নেই নেইমার?
খুশির দিনে নেইমারের চোট চিন্তার ভাঁজ বাড়াল উনাই এমেরির। তবে কি ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না পোস্টারবয়কে?
নিজস্ব প্রতিবেদন : ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের বিরুদ্ধে লে ক্লাসিকো জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পিএসজি তারকা নেইমারের মাঠে নামা নিয়ে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। রবিবার ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন প্যারি সাঁ জাঁ-র ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র।
Promise I will come back stronger pic.twitter.com/O69vW5xZ3F
— Neymar Jr (@NeymarPriv) February 25, 2018
রবিবার প্যারিসে ঘরের মাঠে মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ান জয়ের দিকে অনেকটাই এগিয়ে গেছে পিএসজি। তবে খুশির দিনে নেইমারের চোট চিন্তার ভাঁজ বাড়াল উনাই এমেরির। তবে কি ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না পোস্টারবয়কে? উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের কাছে ৩-১ গোলে হারে পিএসজি।
Neymar posts update of his ankle injury
(: @neymarjr) pic.twitter.com/nj8udWkFpz
— Goal (@goal) February 26, 2018
রবিবার মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচের ৭৭ মিনিটে বৌনা সরের ট্যাকেলের মুখে গোড়ালিতে চোট পান নেইমার। মাঠের মধ্যেই বেশ কিছুক্ষণ চিকিত্সার পর শেষপর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
A fighter keeps fighting.
A fighter doesn’t give up. pic.twitter.com/L5KaBVzWDr— Neymar Jr (@NeymarPriv) February 25, 2018
৩ জন ফুটবলার আগেই বদল করায় শেষ ১০ মিনিট ১০ জনে খেলতে হয় প্যারি সাঁ জাঁকে। মার্সেইয়ের বিরুদ্ধে শেষ দিকে ১০ জন খেললেও রিয়ালের বিরুদ্ধে ৬ তারিখ কি নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যেতে পারবে পিএসজি, প্রশ্ন উঠছে ফুটবল মহলে।
আরও পড়ুন- ওয়েঙ্গারকে হারিয়ে প্রথম ট্রফি পেলেন গুয়ার্দিয়ালা