হারের হতাশায় মোহন তাঁবুতে বিক্ষোভ

দলের ক্রমাগত ব্যর্থতায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা।শনিবার সকালে ক্লাব তাঁবুর বাইরে বিক্ষোভ দেখালেন সবুজ-মেরুন সমর্থকরা।গত দুবছর কোনও ট্রফি পায়নি মোহনবাগান।এই মরসুমে ইস্টবেঙ্গল থেকে টোলগে ওজবেকে এনে চমক দিয়েছিলেন মোহনবাগান কর্তারা।কিন্তু টোলগে-ওডাফা জুটিও ফেডকাপে চমক দেখাতে ব্যর্থ হয়েছেন।

Updated By: Sep 29, 2012, 07:50 PM IST

দলের ক্রমাগত ব্যর্থতায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা।শনিবার সকালে ক্লাব তাঁবুর বাইরে বিক্ষোভ দেখালেন সবুজ-মেরুন সমর্থকরা।গত দুবছর কোনও ট্রফি পায়নি মোহনবাগান।এই মরসুমে ইস্টবেঙ্গল থেকে টোলগে ওজবেকে এনে চমক দিয়েছিলেন মোহনবাগান কর্তারা।কিন্তু টোলগে-ওডাফা জুটিও ফেডকাপে চমক দেখাতে ব্যর্থ হয়েছেন।
প্রিয় দলের ক্রমাগত ব্যর্থতায় ক্ষুব্ধ সমর্থকরা।এদিন তাই গেটের বাইরে নীরব প্রতিবাদ জানান তারা।সমর্থকদের হাতে ছিল প্ল্যাকার্ড।সেখানে কর্তাদের কাছে প্রশ্ন ছিল-কেন সরানো হল সুব্রত-প্রশান্ত জুটিকে।গেটের বাইরে এসে সমর্থকদের আশ্বস্থ করে যান সহকারী কোচ বার্নার্ড। সমর্থকদের ক্ষোভে ব্যথিত মোহনবাগান ফুটবলাররাও। আই লিগে ভাল খেলে সমর্থকদের মন জয় করতে চান তারা।

.