টি টোয়েন্টি বিশ্বকাপে ঝুলনদের অবস্থা ধোনিদেরই মত
টি টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ-মহিলা উভয় বিভাগেই ল্যাজেগোবরে ভারতীয় দল। গতকাল সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছিলেন ধোনিরা, আর আজ একই ফলে ইংল্যান্ডের কাছে হারলেন ঝুলনরা।
টি টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ-মহিলা উভয় বিভাগেই ল্যাজেগোবরে ভারতীয় দল। গতকাল সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছিলেন ধোনিরা, আর আজ একই ফলে ইংল্যান্ডের কাছে হারলেন ঝুলনরা।
অস্ট্রেলিয়ার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছেও হারল ভারতীয় মহিলা দল। ইংল্যান্ড নয় উইকেটে ম্যাচ জিতে নেয়। এদিন প্রথম ব্যাট করে ভারত ছয় উইকেটে ১১৬ রান করে। ভারতের পক্ষ সর্বোচ্চ ৫১ রান করেন পিজি রাউত। অধিনায়ক মিথালিরাজ ৩৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন দুই ব্রিটিশ ওপেনার এডওয়ার্ড ও মার্শ। এডওয়ার্ডস ৫০ রানে অপরাজিত থাকলেও মার্শ আউট হন ৪৯ রানে। ১৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।