দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ করতে মরিয়া সৌরভের বোর্ড
তবে করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আগামী বছরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে মরিয়া সৌরভ গাঙ্গুলির বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: করোনা মহামারির মধ্যেও আইপিএল বন্ধ নেই। ক্রোড়পতি লিগ দেশে আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। তাই এবার দেশের আইপিএল আমিরশাহিতে। আইপিএল আয়োজনেও কোনও খামতি রাখেনি এমিরেটস ক্রিকেট বোর্ড। যদি আগামী বছরেও দেশে করোনা পরিস্থিতি উন্নতি না হয় সেক্ষেত্রে এপ্রিল-মে মাসে ফের আইপিএল হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতেই। তবে করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আগামী বছরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে মরিয়া সৌরভ গাঙ্গুলির বোর্ড।
আমিরশাহি থেকে কলকাতায় ফিরে এসেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সোমবার শহরে এক অনুষ্ঠানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, "ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন অগ্রাধিকার পাবে। আমরা চেষ্টা করব দেশের মাঠে স্টেডিয়ামে ওই সিরিজ করার। সংযুক্ত আরব আমিরশাহিতে সুবিধা হল ওদের তিনটে স্টেডিয়াম (আবু ধাবি, শারজা, দুবাই)।"
পাশাপাশি সৌরভ বলেন, "আমরা করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি। আমরা চাই আমাদের ঘরোয়া মরশুম করতে। যতটা করা সম্ভব ততটাই আমরা করার চেষ্টা করব। শেষ ছয় মাস ধরে পরিস্থিতি প্রতিকূল ছিল। কোভিড পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হোক সেটাই আগে চাই।"
প্রসঙ্গত আইপিএল শুরুর দিনেই এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিসিসিআই-এর। তাই আমিরশাহিকেই ২০২১ সালের আইপিএলের ভেন্যু হিসেবে বেছে নিতে পারে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেরও আয়োজন করা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি তাই আইপিএল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের জন্য প্ল্যান-বি তৈরি রাখছে সৌরভের বোর্ড।
আরও পড়ুন - IPL 2020: ছয় ছক্কা না মারার জন্য তেওয়াটিয়াকে ধন্যবাদ জানালেন যুবরাজ সিং