কড়া নিরাপত্তায় পাকিস্তানে পৌঁছে গেল শ্রীলঙ্কা ক্রিকেট দল
২৭ সেপ্টেম্বর থেকে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ।
নিজস্ব প্রতিবেদন : অবশেষে পাকিস্তানে গেল শ্রীলঙ্কা দল। লাহোরে সন্ত্রাসবাদী হামলার দশ বছর ফের পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এল শ্রীলঙ্কা ক্রিকেট দল৷ মঙ্গলবার নিরাপত্তার ঘেরাটোপেই করাচি পৌঁছে গেল লঙ্কান ক্রিকেটাররা৷
নিরাপত্তা ইস্যুতে টানাপোড়েন। শ্রীলঙ্কার পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল এক সময়। নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের প্রথম সারির দশ জন ক্রিকেটার পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ান৷ এরপর পাকিস্তান সরকার লঙ্কান ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল৷ মঙ্গলবার কঠোর নিরাপত্তার ঘেরা টোপে করাচি পৌঁছে যান দ্বীপরাষ্ট্রের দলটি।
Arrival of Sri Lanka team at Karachi for ODI & T20I series against Pakistan! #PAKvSL pic.twitter.com/FinGhRt3bX
— Sri Lanka Cricket @OfficialSLC) September 24, 2019
২৭ সেপ্টেম্বর থেকে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। করাচিতে হবে একদিনের সিরিজ। এরপর লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা৷ যদিও পাকিস্তান সফরে যাননি শ্রীলঙ্কার একদিনের দলের অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা৷
আরও পড়ুন - ভারতীয় শিবিরে বড় ধাক্কা! চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই বুমরাহ