ওডিআই থেকে বিদায় ঘোষণা পন্টিং-এর
একদিনের ম্যাচ থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। সরাসরি না বললেও, মঙ্গলবার সিডনিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, জাতীয় দলের নির্বাচকেরা তাঁকে একদিনের দলে রাখার কথা ভাবছেন না।
একদিনের ম্যাচ থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। সরাসরি না বললেও, মঙ্গলবার সিডনিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, জাতীয় দলের নির্বাচকেরা তাঁকে একদিনের দলে রাখার কথা ভাবছেন না।
ক্রমাগত খারাপ ফর্মের জন্য সোমবার দল থেকে বাদ পরার পরে এই ঘোষণা করতে হচ্ছে বলে তিনি নিজেই যথেষ্ট `বিব্রত` বলে জানান। সাংবাদিকদের তিনি বলেন, একদিনের ক্রিকেটে তাঁর আর খেলার সম্ভবনা নেই।
সাঁইত্রিশ বছরের `পান্টার` ১৩,৭০৪ রান এবং ৪২.০৩ এর গড় নিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন। একদিনের ক্রিকেট ইতিহাসে রানের বিচারে সচিন তেন্ডুলকরের পর যা দ্বিতীয়। ২০০২ থেকে জাতীয় দলেন নেতৃত্ব দিয়ে শুরু করেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০০৩ এবং ২০০৭ এর বিশ্বকাপ জেতে সেই সময়ের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া।
যদিও টেস্ট ক্রিকেটে এখনও নিয়মিত খেলার কথা ভাবছেন বলেই জানালেন এই সাংবাদিক বৈঠকে।