Ravi Dahiya: রুপো জয়ের জন্য রবি দাহিয়াকে শুভেচ্ছা, টুইট করলেন PM Modi, Kovind
দেশকে পদক এনে দেওয়ার জন্য রবির প্রশংসায় শুরু হয়েছে টুইট ঝড়।
নিজস্ব প্রতিবেদন: সোনা এল না ঠিকই, তুবও টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে ভারতকে রুপো এনে দিলেন রবি দাহিয়া (Ravi Dahiya) বৃহস্পতিবার কুস্তির ফাইনালে ৫৭ কেজি বিভাগের ফাইনালে রুশ প্রতিপক্ষ জভুর উগুয়েভের কাছে ৭-৪ হেরেই রবিকে রুপোতে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: পারলেন না Dipak Punia, কুস্তিতে ব্রোঞ্জ হাতছাড়া তাঁর!
India is proud of Ravi Dahiya for winning the wrestling Silver at #Tokyo2020. You came back into bouts from very difficult situations and won them. Like a true champion, you demonstrated your inner strength too. Congratulations for the exemplary wins & bringing glory to India.
(@rashtrapatibhvn) August 5, 2021
Ravi Kumar Dahiya is a remarkable wrestler! His fighting spirit and tenacity are outstanding. Congratulations to him for winning the Silver Medal at #Tokyo2020. India takes great pride in his accomplishments.
(@narendramodi) August 5, 2021
Incredible Ravi Dahiya!
The way you fought for India’s glory is truly exceptional. Your hard work has created a Golden history.
We are extremely proud of you. All the very best for your future endeavours. #Tokyo2020 pic.twitter.com/babV8igpVw
(@AmitShah) August 5, 2021
Congratulations to Ravi Dahiya for the Silver medal in the #Olympics. He has distinguishing himself as a fine wrestler and a wonderful sportsperson. He has made the country proud with his achievement.#Tokyo2020
(@rajnathsingh) August 5, 2021
৫৭ কেজি বিভাগে রবি জিতলেও, দেশের আরেক ভারতীয় কুস্তিগীর ব্রোঞ্জ পদক ম্যাচে হেরে গেলেন। ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া ২-৪ ব্যবধানে সান মেরিনোর প্রতিদ্বন্দ্বী মাইলস অ্যামিনের কাছে হেরে গেলেন। যদিও তাঁকে লড়াইয়ের জন্য সাধুবাদ জানিয়েছেন কোভিন্দ থেকে মোদী।