সরফরাজদের এমন বেহাল দশা কেন! ময়নাতদন্তের জন্য কমিটি গড়ল পাকিস্তান

একের পর এক সমালোচনা উড়ে আসছে। প্রত্যেকেই পাকিস্তান দলের এমন পারফরম্যান্স দেখে হতাশ। 

Updated By: Jun 20, 2019, 08:18 PM IST
সরফরাজদের এমন বেহাল দশা কেন! ময়নাতদন্তের জন্য কমিটি গড়ল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে পাকিস্তানের এমন বেহাল দশা কেন? ঠিক কোন কারণে ভারতের কাছে এভাবে অসহায় আত্মসমর্পণ করল সরফরাজ আহমেদের দল! বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে এত খারাপ পারফরম্যান্স কেন! কারণ জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একের পর এক সমালোচনা উড়ে আসছে। প্রত্যেকেই পাকিস্তান দলের এমন পারফরম্যান্স দেখে হতাশ। পিসিবি অবশ্য আসল কারণ খুঁজে বের করতে চাইছে। আর সে জন্য চার সদস্যের বিশেষ কমিটি নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

আরও পড়ুন-  ভারতের কাছে হারের জের! পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান

পাকিস্তানের চারজন প্রাক্তন তারকাকে দেওয়া হয়েছে গুরুদায়িত্ব। চারজনের এই কমিটি কারণ খুঁজবে। ঠিক কী কী কারণে দলের এমন দুর্দশা! তবে শুরুতেই হোঁচট খেয়েছে এই কমিটি। কারণ কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার মোহসিন খান। তাঁর জায়গায় কমিটির প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসিম আক্রমকে। শুধুমাত্র বিশ্বকাপের পারফরম্যান্সই নয়, কোচিং স্টাফদের সবাইকে গত তিন বছরের পারফরম্যান্স কাঁটাছেড়া করতে বলা হয়েছে। এই বিশেষ কমিটি পাকিস্তান দলের পারফরম্যান্স ময়নাতদন্ত করবে। বিশ্বকাপে প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্স আলাদা করে ময়নাতদন্ত করবে এই কমিটি। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে পাকিস্তান। পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে সরফরাজের দল। এরই মধ্যে সমর্থকদের হতাশা বাড়িয়েছে ভারতের কাছে ৮৯ রানে হার।

.