IND vs PAK, Asia Cup 2023: রোহিতরা কি বাবরদের দেশেই এশিয়া কাপ খেলবে? চলে এল বড় আপডেট
যাবতীয় তর্ক-বিতর্কের শেষে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। শোনা যাচ্ছে, নিরপেক্ষ কোনও কেন্দ্র নয়, পাকিস্তানের মাটিতেই টুর্নামেন্ট খেলা হবে। তবে ভারতের ম্যাচগুলি পাকিস্তানে খেলা হবে না। নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলি অন্য কোনও দেশে সরিয়ে দেওয়া হবে, সেটা মানতে চাইছে পাকিস্তান।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান নয় (Pakistan), নিরপেক্ষ দেশে গিয়ে এশিয়া কাপ (Asia Cup 2023) খেলবে ভারত (Team India)। কয়েক দিন আগে এমন খবরে উত্তাল হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। শেষ পর্যন্ত এই খবর নিয়ে মুখ খুললো পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। এমন খবরকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল পাকিস্তান। শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ পিসিবি-র (PCB) তরফ থেকে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডের দাবি, এশিয়া কাপে ভারত কোন মাঠে খেলবে সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।
বিবৃতিতে পাক বোর্ডের তরফে বলা হয়েছে, "এশিয়া কাপে সব দল পাকিস্তানে খেলবে আর ভারত কোনও নিরপেক্ষ দেশে খেলবে-এই বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এশিয়া ক্রিকেট কাউন্সিলে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সাংবাদমাধ্যমে পাক বোর্ডের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। টুর্নামেন্টের কিছুটা অংশ অন্য দেশে আয়োজন করা হোক, সেই বিষয়ে সঠিক সময়ে মুখ খুলবে পাকিস্তান।" ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা, কোন দেশের মাঠে খেলবে, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি বোর্ডের তরফে।
— PCB Media (@TheRealPCBMedia) March 31, 2023
আরও পড়ুন: KKR, IPL 2023: ধাওয়ানের পঞ্জাবের বিরুদ্ধে কেমন একাদশ গড়তে পারে কেকেআর? ছবিতে দেখে নিন
আরও পড়ুন: Rishabh Pant, IPL 2023: অসুস্থ অধিনায়ক ঋষভের জন্য কোন বিশেষ উদ্যোগ নিলেন সৌরভ-পন্টিং? জানতে পড়ুন
বিবৃতিতে পাক বোর্ড আরও জানায়, প্রয়োজন পড়লে নিরপেক্ষ কোনও দেশে টুর্নামেন্ট আংশিকভাবে আয়োজন করতেই পারে পাকিস্তান। তবে আপাতত এশিয়া কাপের আয়োজন নিয়েই ব্যস্ত রয়েছে পাক বোর্ড। তবে সঠিক সময় আইসিসি-র কাছেও তারা দাবি জানাবে, আগামী ৫০ ওভারের বিশ্বকাপে তাঁদের অন্য কোনও দেশে গিয়ে খেলার অনুমতি দেওয়া হোক।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)