Tokyo Paralympics Badminton 2020: প্রমোদের পর শেষ চারে কৃষ্ণ নগর

পদকের স্বপ্ন দেখাচ্ছেন কৃষ্ণ নগরও

Updated By: Sep 3, 2021, 01:03 PM IST
Tokyo Paralympics Badminton 2020: প্রমোদের পর শেষ চারে কৃষ্ণ নগর

নিজস্ব প্রতিবেদন: প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারত পদকের স্বপ্ন দেখছে। এর আগে প্রমোদ ভগতের (এসএল থ্রি) পর এবার কৃষ্ণ নগর (Krishna Nagar) চলে গেলেন সেমিফাইনালে। পুরষ সিঙ্গলসের এসএইচ সিক্স ইভেন্টে ভারতের কৃষ্ণ হারালেন ব্রাজিলের ভিটর তাভারেজকে। কৃষ্ণের পক্ষে ফল ২১-১৭, ২১-১৪। গ্রুপে শীর্ষে থেকেই শেষ করলেন তিনি।

আরও পড়ুন:Avani Lekhara: সোনার পর এবার ব্রোঞ্জ! অনন্য নজিরে ইতিহাসে দেশের মেয়ে
 

অন্যদিকে প্রমোদ মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছেন পার্টনার পালক কোহলিকে সঙ্গে নিয়ে। তিনজন সিঙ্গল প্লেয়ার শেষ চারে উঠলেন। ব্যাডমিন্টন থেকে ভারতের পদক আসছেই, এ কথা বললে অত্যুক্তি হবে না। প্যারালিম্পিক্সে ভারতের এখন ডজন পদক চলে এসেছে। দুটো সোনা, ছ'টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বলাই বাহুল্য প্যারালিম্পিক্সে এটাই ভারতের সেরা সাফল্য।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.