ENG vs PAK | Cricket World Cup 2023: কয়েন মাটিতে নামতেই পাকিস্তানের স্বপ্ন শেষ! কী বলছেন বিধ্বস্ত বাবর?
Pakistans semi-final hopes vanish after England opt to bat first in Kolkata: টস হারতেই পাকিস্তানের বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেল। একমাত্র অবিশ্বাস্য কিছু না ঘটলে, বাবর আজমদের দেশে ফেরার টিকিট কনফার্মড।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) শনিবার মুখোমুখি হয়েছে ইংল্য়ান্ড বনাম পাকিস্তান (ENG vs PAK , Cricket World Cup 2023)। ইংল্য়ান্ডের বিশ্বকাপের অভিযান অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। আর পাকিস্তান এই ম্য়াচ জিতলে, তাদের শেষ চারে যাওয়ার ক্ষীণতম আশা বেঁচে থাকত। তবে সেই সম্ভাবনার সঙ্গেই জুড়ে ছিল অত্য়ন্ত কঠিন অংকের গল্পও। তবে তার জন্য় সবার আগে দরকার ছিল, বাবর আজমদের (Babar Azam) টস জেতার। প্রথমে ব্য়াট করে ইংল্যান্ডকে ২৮৭ রানে হারাতে পারলেই শেষ চারের টিকিট পেত পাকিস্তান। এদিন কয়েন মাটিতে নেমে আসতেই বাবরদের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয় যায়। জস বাটলার টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন।
টস হেরে এদিন বাবর বলেছেন, 'আমরা প্রথমে ব্য়াট করতে চেয়েছিলাম। কিন্তু টস তো আর আমাদের হাতে নেই। আমাদের বোলিং অ্যাটাক ভালো। আমাদের ভালো বল করেস, যত দ্রুত সম্ভব ইংল্যান্ডকে গুটিয়ে দিতে হবে। আমাদের আজ একটাই বদল এসেছে। হাসান আলি খেলছে না। ওর বদলে আমরা শাহদাব খানকে খেলাচ্ছি। আমার আবার একটা ফখরের ইনিংসের দিকে মুখিয়ে আছি। ও অসাধারণ ব্য়াট করেছে। প্রত্য়েকেই সাজঘরে ওর ব্য়াটিং উপভোগ করেছে। দেখা যাক কী হয়।' পাকিস্তানের এখনও কিন্তু বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা আছে। তবে অসম্ভবের অঙ্কটা একবার দেখে নিন
ইংল্য়ান্ডকে ২০ রানের মধ্যে বেঁধে, ১.৩ ওভারের মধ্য়ে সেই রান তাড়া করে জিততে হবে।
ইংল্য়ান্ডকে ৫০ রানের মধ্যে বেঁধে, ২ ওভারের মধ্য়ে সেই রান তাড়া করে জিততে হবে।
ইংল্য়ান্ডকে ১০০ রানের মধ্য়ে বেঁধে, ২.৫ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে।
ইংল্য়ান্ডকে ১৫০ রানের মধ্য়ে বেঁধে, ৩.৪ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে।
ইংল্য়ান্ডকে ২০০ রানের মধ্যে বেঁধে, ৪.৩ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে।
ইংল্যান্ডকে ৩০০ রানের মধ্য়ে বেঁধে, ৬.১ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংল্যান্ড ১৭ ওভার ব্য়াট করে ১ উইকেটে ১০২ রান তুলে ফেলেছে। ফলে ২০ থেকে ১০০-র অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। পড়ে রইল ১৫০ থেকে ৩০০-র অলীক অঙ্ক। বাবর আজম দেখতে গেলে, এই বিশ্বকাপে ট্র্য়াজিক নায়ক হয়েই থাকলেন, তাঁর ব্য়াটও সেভাবে কথা বলল না, পাশাপাশি তাঁর টিমও মুখ থুবড়ে পড়ল। ওয়াঘারে ওপারে এখনই তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবি উঠেছে।
আরও পড়ুন: উইম্বলডন জিতেও অবসর! শুধু কামের তাড়নায় আজ... কে এই রুশ মোহিনী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)