ফের শুরু হচ্ছে ভারত-পাক ক্রিকেট সিরিজ, ৮ বছরে ৬টি সিরিজ খেলবে দু দেশ

আবার শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গিহানার পর বাইশ গজ দু দেশের মধ্যে ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে যায়। এরপর রাজনৈতিক চাপানউতোর, দু দেশের সম্পর্কের ক্রমশ অবনতির কারণে দীর্ঘ ৬ বছর দু দেশ নিজেদের মধ্যে কোনও ক্রিকেট সিরিজ খেলেনি।

Updated By: May 15, 2014, 09:31 AM IST

আবার শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গিহানার পর বাইশ গজ দু দেশের মধ্যে ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে যায়। এরপর রাজনৈতিক চাপানউতোর, দু দেশের সম্পর্কের ক্রমশ অবনতির কারণে দীর্ঘ ৬ বছর দু দেশ নিজেদের মধ্যে কোনও ক্রিকেট সিরিজ খেলেনি।

সব ঠিকঠাক থাকলে আগামি বছর সংযুক্ত আরবআমিরশাহি (United Arab Emirates)-তে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি ২০ ম্যাচ খেলবেন ধোনি, কোহলিরা।

২০১৫ থেকে ২০১৩ সালের মধ্যে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে ৬টি সিরিজ খেলবে। এই ৬টি সিরিজে মোট ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে, ও ১২টি টি টোয়ন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ওয়াঘা সীমান্তের দুই দেশ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৫-২৩ সালের মধ্যে ৬টি সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিসিআই। বিসিসিআই এই চুক্তিতে সাক্ষরও করেছে বলে পিসিবি কর্তারা দাবি করেছেন।

২০০৭ সালের পর থেকে দুই দেশ নিজেদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক (bilateral Test series)সিরিজ খেলেনি। ২০১২ সালের ডিসেম্বরে ভারত-পাকিস্তান অবশ্য একটা ছোট সিরিজ খেলেছিল। সেই সিরিজে দুটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছিল। এ ছাড়া এশিয়া কাপ ও বিশ্বকাপে দু দল মুখোমুখি হয়েছিল কয়েকবার। তবে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক (bilateral Test series) সিরিজ বন্ধ দীর্ঘ ৬ বছরের বেশি সময় ধরে।

আইসিসির ভোটে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জোটকে পাকিস্তানকে সমর্থন করায় এই সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিসিআই, এমন কথাও পিসিবি কর্তারা খোলখুলি বলেছেন। নিজেদের দেশের মাটিতেও ফের আন্তর্জাতিক সিরিজ খেলা হবে বলে আশাপ্রকাশ করেছেন পিসিবি কর্তারা।

.