পাকিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকেই বিদায় ভারতের

এশিয়াডের পুনরাবৃত্তি ঘটল না হল না। ভারতকে হারিয়ে হকির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌছে গেল পাকিস্তান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে উত্তেজক সেমিফাইনালে চির প্রতিদ্বন্দী পাকিস্তানের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিল ভারতীয় দল।  পাকিস্তানকে হারিয়েই এশিয়াড চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Updated By: Dec 13, 2014, 10:24 PM IST
পাকিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকেই বিদায় ভারতের

ভুবনেশ্বর: এশিয়াডের পুনরাবৃত্তি ঘটল না হল না। ভারতকে হারিয়ে হকির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌছে গেল পাকিস্তান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে উত্তেজক সেমিফাইনালে চির প্রতিদ্বন্দী পাকিস্তানের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিল ভারতীয় দল।  পাকিস্তানকে হারিয়েই এশিয়াড চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

সেমিফাইনালে শুরুটা ভালই করেছিলেন মেন ইন ব্লুরা। প্রথম কোয়ার্টারে এক গোলে এগিয়েও গিয়েছিল সর্দার সিং ব্রিগেড। কিন্তু সেই অ্যাডভান্টেজ ধরে রাখতে পারল না মেন ইন ব্লু। মহম্মদ আরসলান কাদির পাকিস্তানের হয়ে জয় সূচক গোলটি করেন।

অন্যদিকে, অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল জার্মানি। চ্যাম্পিয়ন্স ট্রফির উপাধি জিততে ফাইনালে পাক বাহিনীর মুখোমুখি হতে চলেছেন জার্মানরা।

.