নায়ক লিয়ঁর দুরন্ত বোলিংয়ে ট্রাজিক হিরোই হয়ে রইলেন কোহলি, অ্যাডিলেডে জয়ী অস্ট্রেলিয়া

Updated By: Dec 13, 2014, 01:26 PM IST
নায়ক লিয়ঁর দুরন্ত বোলিংয়ে ট্রাজিক হিরোই হয়ে রইলেন কোহলি, অ্যাডিলেডে জয়ী অস্ট্রেলিয়া

বিরাট কোহলি-মুরলি বিজয়ের দুরন্ত লড়াই সত্বেও অ্যাডিলেড টেস্টে হারতে হল ভারতকে। কোহলিদের আটচল্লিশ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অসিরা। শেষদিনে জয়ের জন্য ভারতের সামনে ৩৬৪ রানের টার্গেট রেখেছিল অস্ট্রেলিয়া।

ভারত ৫৭ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে কোহলি আর মুরলি বিজয়ের ১৮৫ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের স্বপ্ন এনে দেয়। মুরলি বিজয় এক রানের জন্য হাতছাড়া করলেও, ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক কোহলি। দুই ইনিংসেই শতরান পেলেন বিরাট। কিন্তু কোহলি ১৪১ রানে আউট হয়ে যেতেই ভারতের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ৩১৫ রানে অল আউট হয়ে যায় ভারত। ৭ উইকেট নিয়ে অসিদের জয় এনে দেন অফ স্পিনার নাথান লিয়ঁ।

নাথান লিয়ঁর ইনিংসের কাছে ম্লান হয়ে গেল বিরাট কোহলির কেরিয়ারের সেরা শতরানও। শনিবার অ্যাডিলেডের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ নাগাদ ৪৮ রানে ম্যাচ জিতল অসিরা। পঞ্চম দিনে ৮২ ওভারের মাথায় শেষ হয়ে গেল কোহলি-লিওনের হাড্ডাহাড্ডি লড়াই।

.