টেস্ট ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল পাকিস্তান!

পাকিস্তান ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল! হ্যাঁ, এই মুহূর্তে পাকিস্তান রয়েছে নিউজিল্যান্ডে। সেখানেই টেস্ট সিরিজ খেললেন আজাহার আলিরা।প্রথম টেস্টে পাকিস্তান হেরে যাওয়ার পর ভাবা হয়েছিল, দ্বিতীয় টেস্টে তারা লড়াইয়ে ফিরবে। কিন্তু লড়াইয়ে ফেরা তো দূর, দুই টেস্টে হেরে সিরিজেই হোয়াইট ওয়াশ পাকিস্তান! সেটাও কিনা লজ্জার রেকর্ড গড়ে!

Updated By: Dec 2, 2016, 02:24 PM IST
টেস্ট ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল পাকিস্তান!

ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল! হ্যাঁ, এই মুহূর্তে পাকিস্তান রয়েছে নিউজিল্যান্ডে। সেখানেই টেস্ট সিরিজ খেললেন আজাহার আলিরা।প্রথম টেস্টে পাকিস্তান হেরে যাওয়ার পর ভাবা হয়েছিল, দ্বিতীয় টেস্টে তারা লড়াইয়ে ফিরবে। কিন্তু লড়াইয়ে ফেরা তো দূর, দুই টেস্টে হেরে সিরিজেই হোয়াইট ওয়াশ পাকিস্তান! সেটাও কিনা লজ্জার রেকর্ড গড়ে!

আরও পড়ুন ফুলকপি খেলে যে ৫ টি দুর্দান্ত উপকার পাওয়া যায়

দ্বিতীয় টেস্টের শেষ দিনের চা বিরতিও হয়ে গিয়েছিল। বাকি ছিল মাত্র একটা সেশনের খেলা। তার আগে পাকিস্তানের রান ছিল এক উইকেটে ১৫৮। কিন্তু দিনের শেষ সেশনে পাকিস্তান হারিয়ে ফেলে তাদের ৯টি উইকেটই! হ্যাঁ, ১৫৮/১ থেকে পাকিস্তান শেষ ২৩০-এই! কোনও টেস্টের একটা সেশনে কোনও দলের ৯ উইকেট হারানো এই প্রথম। লজ্জার রেকর্ড বইকি!

আরও পড়ুন  জানেন রাবনের ১০ টি মাথা কেন?

.