২২ বছরের বাবর ২১ ম্যাচেই করলেন ১০০০ রান, ছুঁলেন ভিভের রেকর্ড
ক্রিকেটের রেকর্ড লিস্টে চিরকালীন হয়ে থাকলেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। ২২ বছর বয়সী এই উঠতি ক্রিকেটার ছুঁয়ে ফেললেন 'ক্যারিবিয়ান ক্রিকেট শৃঙ্গ' স্যার ভিভিয়ান রিচার্ডসকে। মাত্র ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই ১০০০ রান করে ফেললেন বাবর আজম। গোটা ক্রিকেট বিশ্বে সব থেকে কম ম্যাচে ১০০০ রানের রেকর্ড সবার প্রথম করেছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডসই। ডাকাবুকো ভিভিয়ানের ১৯৮০ সালের এই রেকর্ড ছুয়েছেন অনেকেই, কিন্তু কেউই তা ভেঙে রিচার্ডসের আগে জেতে পারেননি।
ওয়েব ডেস্ক: ক্রিকেটের রেকর্ড লিস্টে চিরকালীন হয়ে থাকলেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। ২২ বছর বয়সী এই উঠতি ক্রিকেটার ছুঁয়ে ফেললেন 'ক্যারিবিয়ান ক্রিকেট শৃঙ্গ' স্যার ভিভিয়ান রিচার্ডসকে। মাত্র ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই ১০০০ রান করে ফেললেন বাবর আজম। গোটা ক্রিকেট বিশ্বে সব থেকে কম ম্যাচে ১০০০ রানের রেকর্ড সবার প্রথম করেছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডসই। ডাকাবুকো ভিভিয়ানের ১৯৮০ সালের এই রেকর্ড ছুয়েছেন অনেকেই, কিন্তু কেউই তা ভেঙে রিচার্ডসের আগে জেতে পারেননি।
২০০৬ সালে ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড প্রথম ছুঁয়ে ছিলেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। ২০১১ সালে আরও একজন ব্রিটিশ ক্রিকেটার জনাথন ট্রট এই রেকর্ড ছুঁয়ে ফেলেন। এরপর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ভিভের রেকর্ড ছুঁয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডি কক। ৩৭ বছর পর স্যার ভিভের রেকর্ডকে স্পর্শ করলেন কোনও এশিয়ান ক্রিকেটার। পাকিস্তানের এই ক্রিকেটার এখন স্যার ভিভ দোসরও বটে। চলতি অস্ট্রেলিয়া সফরেই এই রেকর্ড স্পর্শ করেন বাবর আজম।
Joint fastest! Congratulations to Babar Azam on becoming only the 5th batsman to reach 1,000 ODI runs in 21 innings! #AusvPak pic.twitter.com/bWVkI1eNjL
— ICC (@ICC) January 19, 2017
Peter Handscomb that is brilliant! A superb catch in the deep off Hazlewood and Babar has to go for 84. Pakistan 5-222 #AUSvPAK pic.twitter.com/bxui5tTGG4
— cricket.com.au (@CricketAus) January 19, 2017