মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাদের টেক্কা দিল ম্যান ইউ

ফুটবল মাঠে এই মুহূর্তে তাদের বিশেষ সাফল্য নেই। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগেও নেই ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড। রেড ডেভিলস কবে সেই চেনা মেজাজে ফিরবে সেটাই যখন বড় প্রশ্ন ঠিক তখনই রিয়াল মাদ্রিদ,বার্সেলোনাদের টেক্কা দিল ম্যান ইউ। সেটা অবশ্য মাঠের বাইরে। এগারো বছর পর ডেলয়েট ফুটবল মানি লিগে সবচেয়ে ধনী ক্লাব হল রেড ডেভিলস। ২০১৫-১৬ সালের হিসেব বলছে এই সময়ের মধ্যে ম্যান ইউর আয় বেড়েছে অনেকটাই।

Updated By: Jan 20, 2017, 08:54 AM IST
 মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাদের টেক্কা দিল ম্যান ইউ

ওয়েব ডেস্ক: ফুটবল মাঠে এই মুহূর্তে তাদের বিশেষ সাফল্য নেই। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগেও নেই ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড। রেড ডেভিলস কবে সেই চেনা মেজাজে ফিরবে সেটাই যখন বড় প্রশ্ন ঠিক তখনই রিয়াল মাদ্রিদ,বার্সেলোনাদের টেক্কা দিল ম্যান ইউ। সেটা অবশ্য মাঠের বাইরে। এগারো বছর পর ডেলয়েট ফুটবল মানি লিগে সবচেয়ে ধনী ক্লাব হল রেড ডেভিলস। ২০১৫-১৬ সালের হিসেব বলছে এই সময়ের মধ্যে ম্যান ইউর আয় বেড়েছে অনেকটাই।

আরও পড়ুন ইডেনে ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচের প্রধান আকর্ষণ ধোনির সংবর্ধনা

মুলত বানিজ্যিক শক্তির কারণেই মাঠে সাফল্য না পেলেও আয়ের দিক দিয়ে সবার ওপরে উঠে এল ম্যান ইউ। দুনম্বরে রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। দীর্ঘ দিন এক নম্বরে থাকার পর এখন তিন নম্বরে নেমে এসেছে রিয়াল মাদ্রিদ। চার নম্বরে রয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম পাঁচে রয়েছে ম্যাঞ্চেষ্টার সিটিও।

আরও পড়ুন  আজ বিসিসিআইয়ের মাথায় প্রশাসক বসাতে পারে সুপ্রিম কোর্ট

.