পাক সিরিজ, শেষ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই ভারত-পাক সিরিজের বিষয়টি চূড়ান্ত করতে পারবে বিসিসিআই। এমনটাই জানিয়েছেন বোর্ডের এক শীর্ষ কর্তা। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড চায় এই সিরিজ শুরু হোক। কিন্তু সরকারি অনুমোদন না-পেলে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারবেন না তাঁরা।
কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই ভারত-পাক সিরিজের বিষয়টি চূড়ান্ত করতে পারবে বিসিসিআই। এমনটাই জানিয়েছেন বোর্ডের এক শীর্ষ কর্তা। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড চায় এই সিরিজ শুরু হোক। কিন্তু সরকারি অনুমোদন না-পেলে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারবেন না তাঁরা। পিসিবি এই সিরিজ চালুর ব্যাপারে ক্রমাগত ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে চলেছে। ইতিমধ্যেই বিসিসিআই চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের শিয়ালকোট স্ট্যালনসকে খেলার অনুমতি দিয়েছে। তবে আইপিএলে কবে পাকিস্তানি ক্রিকেটাররা ফের খেলতে পারবেন তা পরিস্কার করে বলতে পারেননি বিসিসিআই কর্তারা। বোর্ডের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সরকারের সবুজ সংকেত পেলে সামনের ঠাসা ক্রিকেট সূচির মধ্যে থেকেও তাঁরা সময় বের করার চেষ্টা করবেন।