রঞ্জিতে রদবদল
রঞ্জি ট্রফিতে বেশ কয়েকটি বদলের প্রস্তাব দিল বিসিসিআইএর টেকনিক্যাল কমিটি। চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলির সভাপতিত্বে বুধবার কমিটির বৈঠকে রঞ্জিতে এলিট ও প্লেট গ্রুপের নিয়ম তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পরিবর্তে তিনটি গ্রুপে ভাগ করে রঞ্জি খেলানোর প্রস্তাব দিয়েছে কমিটি।
রঞ্জি ট্রফিতে বেশ কয়েকটি বদলের প্রস্তাব দিল বিসিসিআইএর টেকনিক্যাল কমিটি। চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলির সভাপতিত্বে বুধবার কমিটির বৈঠকে রঞ্জিতে এলিট ও প্লেট গ্রুপের নিয়ম তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পরিবর্তে তিনটি গ্রুপে ভাগ করে রঞ্জি খেলানোর প্রস্তাব দিয়েছে কমিটি। কমিটির দাবি, এতে যেমন প্রতিটি দল বেশি সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাবে, তেমনি অপেক্ষাকৃত দুর্বল দলে ভালো খেলেও নজরে পড়বেন প্রতিভাবান ক্রিকেটাররা।
এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে রঞ্জি ট্রফির ম্যাচ ৫ দিনের করার প্রস্তাবও দিয়েছে কমিটি। এর পাশাপাশি বিদেশের মাটিতে ভারতের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ভাল পিচ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে পিচ কমিটিকে।