Neeraj Chopra: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নীরজ! ট্র্যাকে ফিরেই ইতিহাস, দেখুন ভিডিও
টোকিও অলিম্পিক্সের ঠিক ১০ মাস পর নীরজ ফিরলেন ট্র্য়াকে। বলা ভাল আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন করলেন পানিপথের বছর চব্বিশের অ্যাথলিট। আর ফিরেই ইতিহাস লিখলেন নীরজ। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ৭ অগাস্ট ২০২১। ভারতীয় স্পোর্টসের রেড-লেটার ডে। জ্যাভলিন ছুড়ে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) দেশকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে দেশের মুখ বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন। টোকিও অলিম্পিক্সের ঠিক ১০ মাস পর নীরজ ফিরলেন ট্র্য়াকে। প্রত্যাবর্তনেই গর্জন করল নীরজের বর্শা।
বলা ভাল আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন করলেন পানিপথের বছর চব্বিশের অ্যাথলিট। আর ফিরেই ইতিহাস লিখলেন নীরজ। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। ফিনল্যান্ডে আয়োজিত পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ। নীরজ এর আগে ৮৮.০৭ মিটার জ্যাভলিন ছুড়ে জাতীয় রেকর্ড করেছিলেন। গতবছর পাটিয়ালায় এই রেকর্ড করেন তিনি। সেই রেকর্ডই ভাঙলেন তিনি।
গত মঙ্গলবার থ্রোয়ের নীরজ ঠিক টোকিওর মতো সেলিব্রেট করলেন। দু'হাত দুই পাশে ছড়িয়ে বুঝিয়ে দিলেন যে, তিনি করে দেখিয়েছেন। যদিও ফিনল্যান্ডে নীরজ সোনা জিততে পারেননি অল্পের জন্য। তাঁকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ঘরের ছেলে অলিভার হেল্যান্ডার এই ইভেন্টে প্রথম হয়েছেন তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯.৯৩ মিটার থ্রো করে। বিশ্বচ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স তৃতীয় হয়েছেন ৮৬.৬০ মিটার ছুঁড়ে। আগামী মাসে নীরজ নামবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। বলাই ভাল দুরন্ত নেট প্র্যাকটিসে সেরে রাখলেন তিনি। টোকিওতে সোনা জেতার পর থেকে নীরজ একটা ছোট্ট ব্রেক নেন। গত নভেম্বর থেকে তিনি বিদেশে গিয়ে অনুশীলন শুরু করেন। তারই ফল পেলেন তিনি।
আরও পড়ুন: India vs South Africa, 3rd T20I: বোলারদের দাপটে ডু-অর-ডাই ম্যাচ জিতল ভারত