Watch | FIFA World Cup 2022: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরাট ভবিষ্যদ্ধাণী! অঙ্ক বলে দিচ্ছে চ্যাম্পিয়ন কারা

FIFA World Cup 2022: ব্রাজিলই হবে ফের বিশ্বচ্যাম্পিয়ন (FIFA World Cup 2022)। ষষ্ঠবারের জন্য কাতারে বিশ্বকাপ উঠবে তাদের হাতে। জানিয়ে দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরাট ভবিষ্যদ্ধাণী।

Updated By: Nov 19, 2022, 03:28 PM IST
 Watch | FIFA World Cup 2022: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরাট ভবিষ্যদ্ধাণী! অঙ্ক বলে দিচ্ছে চ্যাম্পিয়ন কারা
বিশ্বচ্যাম্পিয়ন হবে ব্রাজিলই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম কাহিল থেকে কাফুর মতো ফুটবল কিংবদন্তিরা বলছেন যে, এবার কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) উঠবে নেইমারদের হাতেই। এছাড়াও একাধিক ভবিষ্যদ্বাণী বলছে যে, ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হবে সেলেকাওরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও (University of Oxford) ব্রাজিলের হাতেই দেখছে কাপ। তাদের অঙ্কের মডেল বলে দিচ্ছে যে, ইংল্যান্ড শেষ আটে হেরে যাবে। সেমি ফাইনালে দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার। বহু প্রতীক্ষিত 'সাউথ আমেরিকান ক্লাসিকো'-তে বাজিমাত করবে ব্রাজিল। ফাইনালে তিতের শিষ্যরা খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। আর লুসেল স্টেডিয়ামে শেষ হাসি হাসবে ব্রাজিল। ম্যাথামেটিক মডেলার জোশুয়া বুল (Joshua Bul) এই মডেল বানিয়েছেন। যা মান্যতা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন: FIFA World Cup 2022: বিশ্বকাপে বিয়ারের বিক্রি বন্ধ, রাজার ইচ্ছা মেনে বাধ্য হয়ে বার্তা দিল ফিফা

কাহিল এক সাক্ষাৎকারে বলেছেন, আমার কাছে আন্ডারডগ বেছে নেওয়া আবেগি সিদ্ধান্ত হবে। আমি বেলজিয়ামের বড় ভক্ত। দল এবং ম্যানেজমেন্টের। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে খেলা কঠিন। ব্রাজিল সম্ভবত বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতার উজ্জ্বলতম সম্ভাবনা ওদের'। সম্প্রতি কাফু বলছেন, 'আর্জেন্টিনা বনাম ব্রাজিল কিন্তু সহজ ম্যাচ হবে না। ওরা ফুটবলের দুই সেরা শক্তি। দেখতে গেলে বিশ্বের সেরা ফুটবলাররা রয়েছে ওই দুই দলেই। ফ্রান্স-পর্তুগালও খুব কঠিন ম্যাচ হবে। তবে আমি আশা করছি যে, ফাইনাল খেলবে ফ্রান্স। করিম বেঞ্জেমা ও কিলিান এমবাপের মতো ফুটবলার রয়েছে টিমে। তবে ফাইনাল খেলব ব্রাজিল-ফ্রান্স। ব্রাজিলই জিতবে। ওরাই হবে মেগা চ্যাম্পিয়ন। ব্রাজিলের আরও একটি বিশ্বকাপ প্রয়োজন। ওরা বিগত ২০ বছর চ্যাম্পিয়ন হয়নি। ফ্রান্সের মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে কিন্তু দারুণ হবে।' 

 

২৬  সদস্যের ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানসিটি) ও ওয়েভারটন (পালমেইরাস)।

রক্ষণ: মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ডানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), ড্যানি আলভেজ (পুমাস) ও ব্রেমার (জুভেন্টাস)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যান ইউ), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যান ইউ), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্টহ্যাম) ও এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.