মারণ ভাইরাসের মোকাবিলায় সকলকে সাহায্যের অনুরোধ জানালেন বিরাট-অনুষ্কা

যদিও অনেকেই বলছেন, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। হয়তো গোটা এপ্রিল মাসটাই থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।  

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 30, 2020, 01:16 PM IST
মারণ ভাইরাসের মোকাবিলায় সকলকে সাহায্যের অনুরোধ জানালেন বিরাট-অনুষ্কা

নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি- ঘরবন্দি সকলেই। দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে, চলছে বন্দিদশাও।  স্ত্রী অনুষ্কাকে সঙ্গে নিয়েই করোনাভাইরাস নিয়ে বারবার সচেতনতার বার্তা দিয়ে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার PM-CARES ফান্ডে সাহায্যের জন্য আবেদন জানালেন ক্রিক-বলি জুটি।

ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারণ ভাইরাসের মোকাবিলায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানালেন বিরাট-অনুষ্কা। ভারত অধিনায়ক পোস্ট করে লেখেন, " অনুষ্কা এবং আমি সকলের কাছে কাতর আবেদন   জানাচ্ছি যে আপনারা সকলে সাধ্যমতো PM-CARES ফান্ড এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে (মহারাষ্ট্র) সাহায্য করুন। মানুষের কষ্ট দেখে আমাদের হৃদয় ভেঙেছে। আমাদের সামান্য সাহায্য হয়তো তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে।"

 

মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন যা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা। যদিও অনেকেই বলছেন, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। হয়তো গোটা এপ্রিল মাসটাই থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।

আরও পড়ুন - করোনার থাবায় বাতিলের পথে এবারের আইপিএল!

.