৭ বছর আগের বিশ্বজয়ের স্মৃতিতে আছন্ন সচিন-বীরু-ভাজ্জি
কপিল দেবের ২৮ বছর পর একদিনের ক্রিকেটে বিশ্বসেরার মুকুট আবার ভারতের।
নিজস্ব প্রতিবেদন : সাত বছর আগের দোসরা এপ্রিল দিনটি আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। ১৯৮৩ সালের পর ২০১১ সালের ২ এপ্রিল একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার।সাত বছর পরেও ওয়াংখেড়েতে বিশ্বজয়ের সেই আনন্দ ভুলতে পারেননি সচিন, সেওয়াগ, হরভজনরা।
আরও পড়ুন- পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া দিন-রাতের টেস্টে রাজি নন কোহলি
শ্রীলঙ্কাকে হারিয়ে ধোনির ভারতের বিশ্বকাপ জয়। নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপরেই সাজঘরে উত্সব শুরু... কপিল দেবের ২৮ বছর পর একদিনের ক্রিকেটে বিশ্বসেরার মুকুট আবার ভারতের। ভারতের বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত টুইট করেছে বিসিসিআই।
First Indian citizen to go to space and first Indian citizen to launch a cricket ball into the orbit to lift the - #ThisDayThatYear #RakeshSharma #MSDhoni pic.twitter.com/8zaj6afYjs
— BCCI (@BCCI) April 2, 2018
সাত বছর আগের সেই স্মৃতিতে আছন্ন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। স্মরণীয় মুহূর্ত তিনি তুলে ধরেছেন টুইটারে।
These are not just pictures, these are special memories. Any idea what they are? Find out more on my app #100MB. #WorldCup2011 https://t.co/jIoKVw6rUp pic.twitter.com/wo83MZjxxg
— Sachin Tendulkar (@sachin_rt) April 2, 2018
বীরেন্দ্র সেওয়াগ বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ছবি টুইট করে লিখেছেন সাত বছর আগে এই দিনে, জীবনের সেরা মুহূর্ত।
Moment of a lifetime, this day 7 years ago, a billion people erupted in joy. What a night! What were you doing that night ? pic.twitter.com/w1Nd3c7jrb
— Virender Sehwag (@virendersehwag) April 2, 2018
ট্রফি নিয়ে গোটা দলের সেই ছবি টুইট করে হরভজন সিং লিখেছেন, আমার জীবনের সেরা দিন।
World Cup champions 2011..Best day of my life..thank you everyone for ur love and support.. grateful pic.twitter.com/eLdFXpoNs7
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 2, 2018