On this day in 2011: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে Virender Sehwag-এর দ্বিশতরানের সেই মুহূর্ত

একদিনের ক্রিকেটে ভারতের ঝুলিতে পাঁচটি দ্বিশতরান। 

Updated By: Dec 8, 2021, 10:57 AM IST
On this day in 2011: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে Virender Sehwag-এর দ্বিশতরানের সেই মুহূর্ত
দ্বিশতরান করার বীরুর ব্যাট দেখানোর সেই মুহূর্ত। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আজ থেকে ঠিক আট বছর আগের কথা। ২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামের বাইশ গজে শাসন করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। বিশ্ব ক্রিকেট ও ভারতের (Team India) দ্বিতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন বীরু। সেই সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ১৪৯ বলে ২১৯ রানে থেমেছিলেন 'নজফগড়ের নবাব'। ২০৮ মিনিট ক্রিজে থেকে মেরেছিলেন ২৫টি চার ও ৭টি ছয়। প্রাক্তন ওপেনারের সেই কীর্তিকে মনে কুর্নিশ জানাল আইসিসি (ICC)। 

শেহওয়াগের মারকাটারি ব্যাটিংয়ের ভর করে ভারত সেই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৬৫ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ফলে ১৫৩ রানে ম্যাচ জিতে যায় বীরুর টিম ইন্ডিয়া।  

তবে একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান এসেছিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ব্যাট থেকে। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৭ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন 'মাস্টার ব্লাস্টার'। 

আরও পড়ুন: Exclusive: কোচ Rahul Dravid কোথায় আলাদা? জানিয়ে দিলেন টেস্টে 'পুনর্জন্ম' নেওয়া Wriddhiman Saha

কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে দুই সিনিয়রকে ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে 'হিট ম্যান' হলেন প্রথম ব্যাটার যিনি একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান করে সবার শীর্ষে রয়েছেন। 

২০১৩ সালের ২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দ্বিশতরান করেছিলেন রোহিত। সেই ম্যাচে ১৫৮ বলে ২০৯ রান করেছিলেন রোহিত। দ্বিতীয় ডাবল সেঞ্চুরি এসেছিল পয়া ইডেন গার্ডেন্সে। ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন এই মুম্বইকর। কাকতালীয় ভাবে একদিনের ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। রোহিত তাঁর তৃতীয় দ্বিশতরান পূর্ণ করেন ২০১৭ সালে। এ বারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৩ ডিসেম্বর মোহালি স্টেডিয়ামে ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত ছিলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.