টিকিট তৈরিতে পাল্টা জবাব ইস্টবেঙ্গলের
বড় ম্যাচের টিকিট তৈরিতে পাল্টা জবাব দিল ইস্টবেঙ্গল। টিকিটের রঙ লাল হলুদ। সঙ্গে থাকছে আশিয়ান জয়ের ছবি। এর আগে প্রথম ডার্বিতে মোহনবাগানের সবুজ-মেরুণ রঙের টিকিট করাতে ডার্বির উত্তাপ বেড়ে গিয়েছিল।
বড় ম্যাচের টিকিট তৈরিতে পাল্টা জবাব দিল ইস্টবেঙ্গল। টিকিটের রঙ লাল হলুদ। সঙ্গে থাকছে আশিয়ান জয়ের ছবি। এর আগে প্রথম ডার্বিতে মোহনবাগানের সবুজ-মেরুণ রঙের টিকিট করাতে ডার্বির উত্তাপ বেড়ে গিয়েছিল।
আইলিগের দ্বিতীয় ডার্বি এখনও দিন দশেক দূরে। কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেল মাঠের বাইরের লড়াই। বলা ভাল কলকাতা ডার্বির উত্তাপ বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ২০ নভেম্বর আইলিগে প্রথম ডার্বি ম্যাচের আয়োজন করেছিল মোহনবাগান। সেবার সবুজ-মেরুন রঙের টিকিট করা হয়েছিল। যার ফলে বড় ম্যাচের উত্তাপ বেড়ে গিয়েছিল কয়েকগুন। এবার টিকিট তৈরীতে পাল্টা জবাব দিল ইস্টবেঙ্গল। ৪ ফেব্রুয়ারি আইলগের ফিরতি বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব ইস্টবেঙ্গলের। এবার টিকিটের রঙ হচ্ছে লাল হলুদ। ঐতিহ্যশালী রঙের লড়াইয়েই থেমে নেই ইস্টবেঙ্গল। টিকিটের পিছনে রয়েছে আশিয়ান কাপ জয়ী দলের ছবি।
লাল হলুদ কর্তাদের দাবি, ২ টি ডার্বি ম্যাচ হেরে মুষড়ে পড়া ইস্টবেঙ্গল সমর্থকদের চাঙ্গা করবে টিকিটের এই ডিজাইন। পাশাপাশি এই টিকিটে দলের ঐতিহাসিক জয়ের ছবি থাকায় সমর্থকরা তা সংগ্রহে রাখার আগ্রহ দেখাবেন বলেও আশাবাদী কর্তারা। এই টিকিট নিয়ে মোহনবাগান সমর্থকদের প্রতিক্রিয়া কি হয়, সেটা দেখার অপেক্ষায় আছেন তাঁরা।