Novak Djokovic, Wimbledon 2022: পয়া ঘাসের কোর্টে দাপট দেখিয়ে নিজের খেলায় খুশি ‘জোকার’

টানা নিজের চতুর্থ উইম্বলডন জিতে ঘাসের কোর্টে পিট স্যাম্প্রাসের সাত উইম্বলডন স্ল্যাম জয়ের হাতছানি রয়েছে জকোভিচের সামনে। যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর টিকাকরণ জনিত বিষয়ে ঝামেলার জেরে অংশগ্রহণ নিশ্চিত নয়।   

Updated By: Jul 2, 2022, 08:56 PM IST
Novak Djokovic, Wimbledon 2022: পয়া ঘাসের কোর্টে দাপট দেখিয়ে নিজের খেলায় খুশি ‘জোকার’
টানা চতুর্থবার উইম্বলডন জেতার লক্ষ্যে নোভাক জকোভিচ। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর এখনও পর্যন্ত একেবারেই ভাল কাটেনি। করোনা টিকা (Covid Vaccine) নিয়ে ঝামেলার জেরে নিজের অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নামতেই পারেননি নোভাক জকোভিচ (Novak Djokovic)। ফরাসি ওপেনও (French Open) গত বারের চ্যাম্পিয়ন আগেই ছিটকে গিয়েছিলেন। তবে চলতি উইম্বলডনে (Wimbledon 2022) কিন্তু বেশ ভাল ফর্মে রয়েছেন সার্বিয়ান তারকা।

প্রথম রাউন্ডের ম্যাচ জিতেই তিনি একমাত্র খেলোয়াড় হিসাবে প্রতিটি স্ল্যামে অন্তত ৮০টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিলেন। তৃতীয় রাউন্ডে স্বদেশীয় মিওমির কেকমানোভিচকে (Miomir Kecmanovic) ৬-০, ৬-৩, ৬-৪ উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে টিম ভ্যান রিথোভেনের (Tim van Rijthoven) মুখোমুখি হবেন জকোভিচ। ৩৫ বছর বয়সি সার্বিয়ান টানা চতুর্থবার উইম্বলডন জেতেন কিনা, এখন সেটাই দেখার।

হেলায় বিপক্ষকে হারিয়ে দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে 'জোকার' বলেন, "প্রতিযোগিতা যত এগিয়ে যাচ্ছে আমার পারফরম্যান্স ততই ভাল হচ্ছে। এটাই একজন খেলোয়াড়ের তৃপ্তির জায়গা। আমি জানি আরও ভাল পারফরম্যান্স করতে পারব। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।" 

টানা নিজের চতুর্থ উইম্বলডন জিতে ঘাসের কোর্টে পিট স্যাম্প্রাসের সাত উইম্বলডন স্ল্যাম জয়ের হাতছানি রয়েছে জকোভিচের সামনে। যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর টিকাকরণ জনিত বিষয়ে ঝামেলার জেরে অংশগ্রহণ নিশ্চিত নয়। তাই সম্ভবত উইম্বডনই কিংবদন্তি টেনিস তারকার এ বছরের শেষ স্ল্যাম। সেই স্ল্যামেই শীর্ষ বাছাই জকোভিচের গাড়ি গতিতে এগোচ্ছে।

আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: বুমরা না যুবরাজ? ৩৫ রান দেখে টুইট করলেন সচিন তেন্ডুলকর

আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: ডারবানের পর এজবাস্টন, বুমরার বিশ্ব রেকর্ডে হতবাক প্রাক্তন কোচ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.