টেস্ট ক্রিকেটে নট আউট* নজিরে গাভাসকর, সেওয়াগ, দ্রাবিড়কে ছুঁলেন পূজারা

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শেষ অবধি নটআউট থেকে নজির গড়লেন চেতেশ্বর পূজারা। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কলম্বোর এসএসসি স্টেডিয়ামে এই নজির গড়লেন তিনি।

Updated By: Aug 30, 2015, 08:14 PM IST
টেস্ট ক্রিকেটে নট আউট* নজিরে গাভাসকর, সেওয়াগ, দ্রাবিড়কে ছুঁলেন পূজারা

ব্যুরো: ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শেষ অবধি নটআউট থেকে নজির গড়লেন চেতেশ্বর পূজারা। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কলম্বোর এসএসসি স্টেডিয়ামে এই নজির গড়লেন তিনি।

 শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে তার কামব্যাক ম্যাচেই শতরান করেন পূজারা। শুধু শতরানই নয় লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে একশো পয়তাল্লিশ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম এই নজির গড়েছিলেন সুনীল গাভাসকর। ১৯৮৩ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে সানি ১২৭ রানে অপরাজিত থাকেন। ঠিক পঁচিশ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ওপেন করতে নেমে ২০১ রানে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। ২০১১ সালে তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন রাহুল দ্রাবিড়। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৪৬ রানে অপরাজিত ছিলেন দ্রাবিড়।

.