প্রথম ইনিংসে ভারতের লিড ১১১, শ্রীলঙ্কার লেজের লাজ বাঁচানো ব্যাটিংয়ে জমে গেল টেস্ট, ইশান্তের পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের
ভারত-৩১২, ২১/৩
শ্রীলঙ্কা-২০১। ভারত এগিয়ে ১৩২ রানে
ওয়েব ডেস্ক: জমে গেল এসএসসি টেস্ট। রবিবার ম্যাচের তৃতীয় দিনে এসেই টেস্ট ফয়সালা হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। ম্যাচের প্রথম দিনের বেশিরভাগ সময় বৃষ্টি হওয়ার পর অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু রবিবার সব সংশয় দূরে ঠেলে দিল। সঙ্গে টেস্ট ক্রিকেটের দারুণ একটা বিজ্ঞাপন করে গেল সিংহলি স্পোর্টস ক্লাবের এই টেস্ট ম্যাচ। ভারতের ইনিংস ৩১২ রানে শেষ হওয়ার পর একটা সময় শ্রীলঙ্কা ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ের মুখে পড়েছিল। সবার তখন হিসেব করতে শুরু করে দিয়েছেন কোহলির কি ফলো আন করানো উচিত?
যতই হোক বৃষ্টি যেভাবে টেস্টে এসে জল ঢেলে দিচ্ছে তাতে অধিকাংশ মত দিলেন ফলো আন করিয়ে দেওয়া উচিত। ইশান্ত-বিনিরা তখন চিরকালীন পাটা উইকেট হিসেবে কুখ্যাত এসসসির পিচে আগুন ঝড়াচ্ছেন। সেখান থেকে ভারতকে পাল্টা দিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে রাখলেন কুশল পেরারা (৫৫), রঙ্গনা হেরাথ (৪৯), ধামিকা প্রসাদ (২৭)। ৪৮ রানে ৬ উইকেট থেকে শ্রীলঙ্কা করে ফেলল ২০১ রান। একেবারে হাতের মুঠোয় থাকা টেস্ট ম্যাচকে জিততে হলে ভারতকে আবার নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, হাতে ১১১ রানের লিড থাকছে ঠিকই, তবে গল টেস্টের দ্বিতীয় ইনিংসের মত ব্যাটিং করলে মহাবিপদ।
এদিন দারুণ বল করলেন ইশান্ত শর্মা। একেবারে পুরনো মেজাজে পাওয়া গেল ইশান্তকে। ১৫ ওভার বল করে ৫৪ রান দিয়ে নিলেন ৫ উইকেট। অন্যদিকে, ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়ে সমালোচিত স্টুয়ার্ট বিনি বল হাতে ভেল্কি দেখালেন। বিনি ২৪ রান দিয়ে নিলেন ২ উইকেট। অমিত মিশ্র জোড়া উইকেট তুললেন। হাত ঘুরিয়ে উইকেট পেলেন না শুধু অশ্বিন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যের মুখে পড়ে ভারত। মাত্র ৭ রানের মধ্যেই তিন উইকেট পড়ে যায় ভারতে। আউট হয়েছেন পুজারা, রাহুল, রাহানে। ২১ রানে ৩ উইকেট অবস্থায় বৃষ্টি নামে।