ভারতীয় দলে হার্দিকের প্রতিভার ধারে কাছে কেউ নেই, বললেন সেওয়াগ
হার্দিকের বিকল্পও কেউ এই মুহূর্তে নেই সেটাও জানিয়ে দিয়েছেন নজফগড়ের নবাব।
নিজস্ব প্রতিবেদন : 'বীরু ঘরেলু অ্যাওয়ার্ডস'-এ ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে মশলা দানি পুরস্কার দিয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। সত্যিই হার্দিকের মধ্যে মশলা লুকিয়ে রয়েছে। এবার হেঁয়ালি ছেড়ে হার্দিককে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। বীরু স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেট দলে হার্দিকের প্রতিভার ধারে কাছে আর কোনও ক্রিকেটার নেই। এমনকী হার্দিকের বিকল্পও কেউ এই মুহূর্তে নেই সেটাও জানিয়ে দিয়েছেন নজফগড়ের নবাব।
সদ্য শেষ হওয়া আইপিএলে মুম্বইয়ের জয়ের পিছনে বড় অবদান রয়েছে হার্দিকের। কফি উইথ করণ শো তে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর নির্বাসন থেকে ফিরে ব্যাটে-বলে দুরন্ত ফর্মে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। সেই হার্দিক প্রসঙ্গে সেওয়াগ বলেন, " ব্যাটে-বলে দুটোতেই হার্দিকের প্রতিভার ধারে কাছে কেউ আসবে না। এমনকী ওর কাছাকাছি কেউ আসবে না। থ্রি-ডাইমেনশনাল ক্রিকেটারের কথা বলা হলেও-হার্দিকের প্রতিভার কাছাকাছিও যদি কেউ থাকতো, তাহলে ওকে দলে ফেরানো হত না।" আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হার্দিক পাণ্ডিয়া এমনটাই মনে করেন বীরেন্দ্র সেওয়াগ।