বিশ্ব একাদশে ঠাঁই হল না কোনও ভারতীয়র, নেতৃত্বে ম্যাককালাম
ওয়েব ডেস্ক: বিশ্বকাপে সাতটা ম্যাচ জিতেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিশ্ব একাদশে জায়গা পেলেন না একজন ভারতীয় ক্রিকেটারও। আইসিসির বিশ্ব একাদশের অধিনায়ক হয়েছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্র্যান্ডেন ম্যাককালাম। দলে জায়গা পেয়েছেন পাঁচজন নিউজিল্যান্ডের ক্রিকেটার। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন এই দলে।
দক্ষিণ আফ্রিকার দুজন ও শ্রীলঙ্কার একজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দ্বাদশ ব্যক্তি জিম্বাবোয়ের। আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, ভারতের উমেশ যাদব,মহম্মদ সামি ও আর অশ্বিনের নাম আলোচনায় থাকলেও এরা কেউই শেষ পর্যন্ত দলে জায়গা পাননি। এক নজরে দেখে নেবো আইসিসির বিশ্ব একাদশ দলটি। বিশ্ব একাদশে একজনও ভারতীয় ক্রিকেটার না থাকায় অবাক ক্রিকেট মহল।
আইসিসি একাদশ- ব্র্যান্ডেন ম্যাককালাম(অধিনায়ক),মার্টিন গুপ্তিল,কুমার সাঙ্গাকারা,স্টিভ স্মিথ,এ বি ডেভিলিয়ার্স,গ্লেন ম্যাক্সওয়েল, কোরি অ্যান্ডারসন,ড্যানিয়েল ভেত্তোরি, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মর্নি মরকেল। ব্র্যান্ডন টেলর( দ্বাদশ ব্যাক্তি)