বিশ্ব ক্রিকেট এবার বদলপুরে, পাক দায়িত্বে আজহার, অসিদের হয়তো স্মিথ
বিশ্বকাপ শেষ। এবার পরিবর্তনের পালা বিশ্ব ক্রিকেটে। বেশিরভাগ দেশই এখন দলে নেতৃত্বে বদলের কথা ভাবছে। অথবা দলে নতুন মুখ আনার কথা চিন্তা করছে। এই যেমন পাকিস্তান। ওয়ানডে ক্রিকেট পাকিস্তানের নেতৃত্বে এলেন আজহার আলি। যিনি দীর্ঘদিন দেশের জার্সিতে ওয়ানডে খেলেননি। শেষবার আজহার আলি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে খেলছেন ২০১৩ সালে ইডেন গার্ডেনে। ৩০ বছরের আজহার বিশ্বকাপের দলে সুযোগই পাননি। মাত্র ১৪টা ওয়ানডে খেলা আজহারকে কোন যুক্তিতে অধিনায়ক করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপ শেষ। এবার পরিবর্তনের পালা বিশ্ব ক্রিকেটে। বেশিরভাগ দেশই এখন দলে নেতৃত্বে বদলের কথা ভাবছে। অথবা দলে নতুন মুখ আনার কথা চিন্তা করছে। এই যেমন পাকিস্তান। ওয়ানডে ক্রিকেট পাকিস্তানের নেতৃত্বে এলেন আজহার আলি। যিনি দীর্ঘদিন দেশের জার্সিতে ওয়ানডে খেলেননি। শেষবার আজহার আলি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে খেলছেন ২০১৩ সালে ইডেন গার্ডেনে। ৩০ বছরের আজহার বিশ্বকাপের দলে সুযোগই পাননি। মাত্র ১৪টা ওয়ানডে খেলা আজহারকে কোন যুক্তিতে অধিনায়ক করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।
ওয়ানডে থেকে অবসর নেওয়া মিসবা টেস্টে অধিনায়ক থাকছেন, আজহার আলি টেস্টে সহ অধিনায়ক। আর টি ২০-তে শাহিদ আফ্রিদির নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন পাক নির্বাচকরা। বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কাতেও বেশ কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে। অ্যাঞ্জেল ম্যাথিউজ নেতৃত্বে থাকলেও দলের বোলিং লাইনআপে নতুন মুখ দেখা যাবে। সাঙ্গাকারা, জয়বর্ধনে অবসর নেওয়ায় ব্যাটিংয়েও নতুন মুখ দেখা যাবে। আগামিকাল, মঙ্গলবার অ্যাসেজ সিরিজের জন্য দল গঠন করবে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্ক টেস্টে অধিনায়ক থাকছেন।
ওয়ানডে-তে দেশের নেতৃত্বে স্টিভ স্মিথকে আনার জোর দাবি তুলছেন রিকি পন্টিং সহ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। ইংল্যান্ডে তো আবার দাবি উঠছে ওয়ানডেতে পুরো একাদশই নতুন মুখ আনা হোক। কেভিন পিটারসেনকেও ফেরানোর দাবি উঠছে। তবে এতবড় বদল না হোক ইংল্যান্ডের অধিনায়ক থেকে ইয়ন মর্গ্যানের সরে যাওয়াটা পাকা। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় অবশ্য বদলের কোনও কথা উঠছে না।