শ্রীলঙ্কা-বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নবীনদের পাঠাচ্ছে ভারত

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে নবীনদের পরীক্ষা করে নিতে চাইছে বিসিসিআই। 

Updated By: Feb 24, 2018, 03:57 PM IST
শ্রীলঙ্কা-বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নবীনদের পাঠাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে নবীনদের নিয়ে দল গঠন করতে চলছে টিম ইন্ডিয়া। সম্ভবত বিশ্রাম দেওয়া হচ্ছে ভারতীয় দলে নিয়মিত ৫ ক্রিকেটারকে। বিসিসিআই সূত্রে খবর, ২০১৯ সালের বিশ্বকাপের আগে নবীন প্রতিভাদের সুযোগ দেওয়ার পক্ষে বোর্ড।

বিরাট কোহলি, এমএস ধোনি, ভুবনেশ্বর কুমার, ‌যশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া থাকবেন না শ্রীলঙ্কা সফরে। অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। ধোনির জায়গায় সুযোগ পেতে চলেছেন দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। আসতে চলেছে আরও কয়েকটি নতুন মুখ। 

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে আয়োজক দেশ শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে ভারত ও বাংলাদেশ। কমজোরি এই সিরিজে ভারতের জুনিয়রদের পরীক্ষা করে নিতে চাইছে বিসিসিআই। এক কর্তার যুক্তি, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সফরের পর স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা ক্লান্ত। 
আইপিএলের পরই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর। তাই তাঁদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন ক্রিকেটাররাও।   

আরও পড়ুন- মেজাজ হারালেন ধোনি, বকুনি দিলেন মণীশ পাণ্ডেকে

.