জরুরি অবস্থার প্রভাব খেলায় পড়বে না, জানাল শ্রীলঙ্কার বোর্ড
"কলম্বোতে নির্ধারিত সময়েই খেলা শুরু হবে এবং তা ক্রীড়াসূচি অনুযায়ীই চলবে"।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট চলবে। ক্যান্ডিতে বৌদ্ধ-মুসলিম দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে যে জরুরি অবস্থা তৈরি হয়েছে তা নিদহাস ট্রফিতে কোনও প্রভাব পড়বে না, জানাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন অ্যাশলে দি সিলভা। ক্রিকবাজ নামে এক ক্রীড়া সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, "কলম্বোতে নির্ধারিত সময়েই খেলা শুরু হবে এবং তা ক্রীড়াসূচি অনুযায়ীই চলবে"।
আরও পড়ুন- বৌদ্ধ-মুসলিম সংঘর্ষে শ্রীলঙ্কায় ১০ দিনের জরুরি অবস্থা
একই বিবৃতি প্রকাশ করা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও। ওই বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়েছে। তবে সেটা ক্যান্ডি কেন্দ্রিক। কলম্বোতে গোটা পরিস্থিতিই একেবারে স্বাভাবিক। প্রসঙ্গত ভারতীয় ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছে, "শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতি স্বাভাবিক বলেই মনে হয়েছে আমাদের। এরপর অন্য কোনও তথ্য আমাদের কাছে আসলে তা জানানো হবে।"
আরও পড়ুন- স্টার বা সোনি নয়, তবে কোন চ্যানেলে দেখা যাবে শ্রীলঙ্কার ত্রিদেশিয় টি২০ সিরিজ?
That's what the three teams are playing for - The Nidahas Trophy which is all set to begin from the 6th of March 2018 #TeamIndia pic.twitter.com/MO8gGuTdWz
— BCCI (@BCCI) March 5, 2018