কার্তিকের বিরাট প্রশংসায় কোহলি

নিজস্ব প্রতিবেদন : কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। শেষ বলে ছয় মেরে এখন টিম ইন্ডিয়ার নতুন ওস্তাদ দীনেশ কার্তিক। সেই কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন- প্র্যাকটিস করেই সব শট খেলেছেন, জানালেন 'ভারতের মিয়াঁদাদ'

শ্রীলঙ্কায় নিদহাস ট্রফিতে বিশ্রামে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তরুণ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ জেতার পর গোটা দলকে শুভেচ্ছা জানান বিরাট। সেই সঙ্গে আলাদা করে ডি.কে-র কথা বিরাটের টুইটে।

রবিবারের প্রেমাদাসায় শেষ বলে দীনেশ কার্তিকের ছক্কায় একদিকে যখন স্বপ্নপূরণ তরুণ টিম ইন্ডিয়ার, অন্যদিকে তখন স্বপ্নভঙ্গ সাকিবদের। ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর টুইট শুভেচ্ছার বন্যায় ভাসছে গোটা ভারতীয় দল।

English Title: 
Nidahas Trophy Final: Virat Kohli Lauds Dinesh Karthik For Last-Ball Heroics
News Source: 
Home Title: 

কার্তিকের বিরাট প্রশংসায় কোহলি

কার্তিকের বিরাট প্রশংসায় কোহলি
Caption: 
সৌজন্যে-টুইটার
Yes
Is Blog?: 
No
Section: