লর্ডসের ঔদ্ধত্য ভাঙলো ওয়েলিংটনে, ব্রিটিশদের টি-টোয়েন্টি ঢঙে উড়িয়ে দিল কিউইরা

দৈত্যের ঘুম ভাঙলো। বিশ্বকাপ ২০১৫ যেন হঠাৎ টি টোয়েন্টি।

Updated By: Feb 20, 2015, 11:46 AM IST
লর্ডসের ঔদ্ধত্য ভাঙলো ওয়েলিংটনে, ব্রিটিশদের টি-টোয়েন্টি ঢঙে উড়িয়ে দিল কিউইরা

ওয়েব ডেস্ক: দৈত্যের ঘুম ভাঙলো। বিশ্বকাপ ২০১৫ যেন হঠাৎ টি টোয়েন্টি। চার ছক্কা হই হই, বল উড়িয়া গেলো কই? বল আসছে, মাটিতে পড়ছে, ব্যাটে লাগছে, আবার মাঠের বাইরে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ বলে মাত্র ১২৩ রান তাড়া করতে নেমে ৭৪ বলেই জয় হাসিল করল নিউজল্যান্ড। বিশ্বকাপে দিত্বীয় জয় ম্যাককালমদের। নিঃসন্দেহে বড় জয়।

বিশ্বকাপে দ্বিতীয় হার মর্গ্যানদের। ব্যাটে বলে একপ্রকার আত্মসমর্পণ করে দিল টিম ইংল্যান্ড। টিম সউদির দুরন্ত গতি আর সুইং বোলিং-এ কুপকাত বেল, মইন আলি, বাটলার, মর্গ্যানরা। ৩৩ রান দিয়ে ৭ টি উইকেট নেন সউদি। জো রুট ছাড়া ওয়েলিংটনে মাথা তুলে দাঁড়াতে পারেননি কেওই। রুটের ৪৬ রানে ভড় করে ইংল্যান্ড কোনওপ্রকার সম্মানজনক অবস্থায় পৌঁছয়। প্রথমে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

ছোট্ট রানের পিছু নিয়ে জয় পেতে নিউজল্যান্ড সময় নিল মাত্র ১২.২ ওভার। ব্যাটিং ঝড়ে স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জিমি অ্যান্ডারসনদের এক একটা ডেলিভারি একের পর এক মাঠের বাইরে পাঠিয়েছেন ব্র্যান্ডাম ম্যাককালম। ২৫ বলে ৭৭ রানের ব্যাটিং ঝড়ে ছিল ৭টি ছয় আর ৮ টি চার। মার্টিন গুপটিল করেন ২২। ৮ উইকেট হাতে রেখেই জয় পায় কিউইরা।

ম্যাচের সেরা নির্বাচিত হন টিম সউদি।

 

.