ম্যাচ চলছিল, ক্রিকেটারের শরীরে হঠাত্ দেখা দিল করোনার উপসর্গ! আতঙ্ক ছড়াল মাঠে

অস্ট্রেলিয়া- নিউ জিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ চলছিল। ফাঁকা স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীনই লকি ফার্গুসনের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়।

Updated By: Mar 15, 2020, 11:44 AM IST
ম্যাচ চলছিল, ক্রিকেটারের শরীরে হঠাত্ দেখা দিল করোনার উপসর্গ! আতঙ্ক ছড়াল মাঠে

নিজস্ব প্রতিবেদন : করোনার আতঙ্কে কাঁপছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পেসার রিচার্ডসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন রিচার্ডসন। তবে অজি তারকার করোনায় আক্রান্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার ক্রিকেট সার্কিটে অদ্ভুত আতঙ্ক ছড়িয়েছে। এবার অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচ চলাকালীন করোনার উপসর্গ দেখা দিল লকি ফার্গুসনের শরীরে। আতঙ্কিত হয়ে পড়লেন অন্য ক্রিকেটাররা। প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হল এক সময় কেকেআর-এ খেলে যাওয়া লকিকে।

অস্ট্রেলিয়া- নিউ জিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ চলছিল। ফাঁকা স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীনই লকি ফার্গুসনের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। লকি বিষয়টি জানালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তড়িঘড়ি ব্যবস্থা নেয়। তাঁকে পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠিনো হয়। চিকিৎসকরা ফার্গুসনকে ২৪ ঘণ্টা আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন। ফার্গুসন করোনা আক্রান্ত কিনা তা নিয়ে দলে আতঙ্ক ছড়িয়েছে। এমনকী  লকি ফার্গুসনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় পুরো সিরিজই বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-  করোনার ভয় নেই! ৫৫ কোটি প্রাইজমানি-র টুর্নামেন্ট দেখতে জমায়েত আড়াই লাখ দর্শকের

এই ম্যাচে দর্শকশূন্য গ্যালারি থেকে ক্রিকেটারদের বল কুড়িয়ে আনতে দেখা গিয়েছিল। শুক্রবার গভীর রাত পর্যন্ত ফার্গুসনের শারীরিক পরিস্থিতির বিষয়ে টুইট করে ক্রিকেট নিউজিল্যান্ড। লকিকে ২৪ ঘণ্টা হোটেলের ঘরে আইশোলেশন-এ রাখা হয়েছিল। পরে অবশ্য জানানো হয়, লকি করোনায় আক্রান্ত নন। তবে তাঁর গলায় সংক্রমণ হয়েছিল। আপাতত তাঁকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিতসকরা। 

.