ভারতের বিরুদ্ধে ৯ জনের দল ঘোষণা করল নিউজিল্যান্ড!

Updated By: Sep 25, 2017, 02:13 PM IST
ভারতের বিরুদ্ধে ৯ জনের দল ঘোষণা করল নিউজিল্যান্ড!

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের এবং টি২০ ম্যাচের সিরিজ শেষ হলেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ভারতে আসার আগে তাদের ১৫ জনের দলের মাত্র ৯ জনের নাম ঘোষণা করলেন নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাচকরা। প্রশ্ন হল, কেন ৯ জনের নাম? তার কারণ, বাকি ছ'জনের নাম ঘোষণা করা হবে, নিউজিল্যান্ড এ বনাম ভারত এ দলের বেসরকারি টেস্ট ম্যাচের পর। আগামী ২২ অক্টোবর মুম্বইয়ের ওয়াংখেড়েতে বসবে ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচের আসর। দল থেকে বাদ পড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম এবং ব্যাটসম্যান নিল ব্রুম। যে ৯ জনের দল আপাতত ঘোষণা করা হয়েছে, দেখে নিন তাঁরা কে কে।

আরও পড়ুন "এই মুহূর্তে বিশ্বের সবথেকে সেরা ডেথ ওভার স্পেশ্যালিস্ট বুমরাহ-ভুবি"

১) কেন উইলিয়ামসন (অধিনায়ক)
২) ট্রেন্ট বোল্ট
৩) কলিন ডে গ্র্যান্ডহোম
৪) মার্টিন গাপ্তিল
৫) টম ল্যাথাম
৬) অ্যাডাম মিলনে
৭) মিচেল স্যান্টনার
৮) টিম সাউদি
৯) রস টেলর

আরও পড়ুন  'পদ্মভূষণ'-এর জন্য পিভি সিন্ধুর নাম ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

.