'পদ্মভূষণ'-এর জন্য পিভি সিন্ধুর নাম সুপারিশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

Updated By: Sep 25, 2017, 01:17 PM IST
'পদ্মভূষণ'-এর জন্য পিভি সিন্ধুর নাম সুপারিশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

ওয়েব ডেস্ক: দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, 'পদ্মভূষণ'-এর জন্য ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর নাম মনোনয়ন করে পাঠাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। রাজ্যবর্ধন সিং রাঠোর দেশের ক্রীড়ামন্ত্রী হওয়ার পর অনেকেই খুশি হয়েছিলেন যে, একজন অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ যখন দেশের ক্রীড়ামন্ত্রী হলেন, তখন তার একটা সুফল পাওয়া যাবে। সেই সুফল পাওয়ার আলোর রেখা কিন্তু স্পষ্ট হচ্ছে। গত বছর রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন সিন্ধু।স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে একটুর জন্য হেরে গিয়েছিলেন। নাহলে, সোনা-ই পেতেন তিনি।

আরও পড়ুন "এই মুহূর্তে বিশ্বের সবথেকে সেরা ডেথ ওভার স্পেশ্যালিস্ট বুমরাহ-ভুবি"

রিও অলিম্পিকে রুপো জেতার পর মোটেই থেমে থাকেননি সিন্ধু। একের পর এক প্রতিযোগিতায় ভাল পারফর্ম করেছেন এবং জিতেছেন। ২২ বছর বয়সী পিভি সিন্ধু মাত্র ক'দিন আগেই জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে কোরিয়া ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন হয়েছেন। ধারাবাহিকভাবে এরকম দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি  হিসেবেই পদ্মভূষণ সম্মানের জন্য তাঁর নাম সুপারিশ করল দেশের ক্রীড়ামন্ত্রক।

আরও পড়ুন  ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি, পরের ম্যাচ জিতলেই টপকে যাবেন

 

.