টুইটারে ট্রোলড বিরাট!

 ‘চুল কোথায় গেল’? বিরাটের কেশসজ্জা নিয়ে এমনই বিদ্রুপ করেছে ভারতীয় এক ক্রিকেট ফ্যান। 

Updated By: Jul 12, 2018, 03:43 PM IST
টুইটারে ট্রোলড বিরাট!

নিজস্ব প্রতিবেদন: হেয়ার স্টাইল নিয়ে ট্রোলড হলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন- ঘরের কথা সমর্থকদের বললেন ধোনি-পত্নী

ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ভারত অধিনায়ক। একই সঙ্গে চলছে ক্রিকেট প্র্যাকটিস এবং ক্রিকেট-বলিউড প্রেমও। ব্রিটেনে স্ত্রীর সঙ্গ যে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তা খুল্লামখুল্লা করতে কোনও অনীহাও নেই তাঁর। মঙ্গলবারই বলি ডিভা অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ক্রিকেট সেনসেশন বিরাট। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিরাটের গালে ওষ্ঠ স্পর্শের পরশ দিচ্ছেন অনুষ্কা। এই ছবি নিয়েই ট্রোলড হতে হল কোহলিকে। তবে কারণটা চুম্বন নয়। টুইটারের ট্রোলারদের উপাদন হয়েছে বিরাট কোহলির নতুন হেয়ার স্টাইল। ‘চুল কোথায় গেল’? বিরাটের কেশসজ্জা নিয়ে এমনই বিদ্রুপ করেছে ভারতীয় এক ক্রিকেট ফ্যান। এরপর তা রিটুইটের পরই ভাইরাল হয়ে যায়।

 

 

 

 

 

 

 

 

.