জুভেন্তাসের ‘শ্রমিক’ রোনাল্ডো! ৯০০ কোটির ‘চাকরি’ পেতেই বনধ্ ফিয়েট কর্মীদের
সিআর সেভেন তুরিনে পা রাখার আগেই ফিয়েট কর্মীরা ঘোষণা করলেন, ১৫ থেকে ১৭ জুলাই বনধ্ পালন করবেন তাঁরা।
![জুভেন্তাসের ‘শ্রমিক’ রোনাল্ডো! ৯০০ কোটির ‘চাকরি’ পেতেই বনধ্ ফিয়েট কর্মীদের জুভেন্তাসের ‘শ্রমিক’ রোনাল্ডো! ৯০০ কোটির ‘চাকরি’ পেতেই বনধ্ ফিয়েট কর্মীদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/12/127903-ronaldo.jpg)
নিজস্ব প্রতিবেদন: সুরভিত গোলাপ নয়, জুভেন্তাসে রোনাল্ডোকে স্বাগত জানানো হচ্ছে কাঁটায়! সিআর সেভেন তুরিনে পা রাখার আগেই ফিয়েট কর্মীরা ঘোষণা করলেন, ১৫ থেকে ১৭ জুলাই বনধ্ করবেন তাঁরা।
কেন এই বিদ্রোহ?
গাড়ি শ্রমিকদের দাবি, তাঁরা এবং রোনাল্ডো-সবাই একই মালিকের কর্মী। তিন পুরুষ ধরে আগনেলি পরিবারের মালিকাধীন ফিয়েট ক্রাইসলা অটোমোবাইলস-এর হয়ে কাজ করছেন তাঁরা। সেখানে শ্রমিকদের ভবিষ্যত্ সুরক্ষার পরিবর্তে মালিকপক্ষ কেবলমাত্র একজনের কথাই ভাবছে। নতুন গাড়ির মডেলে টাকা ঢাললে শ্রমিকদের কাজ সুরক্ষিত হবে। তাদের পরিবারও অনিশ্চয়তা থেকে স্বস্তি পাবে। সেখানে একজনের জন্য ৯০০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) খরচ করার অর্থ কী?
আরও পড়ুন- খোলা চিঠিতে রিয়ালকে বিদায় জানালেন রোনাল্ডো
শ্রমিকদের দাবি, কোম্পানি তাঁদের গাড়ি তৈরিতে আরও আরও অর্থলগ্নি করুক। একজন কোটি কোটি ইউরো রোজগার করতেই পারেন, তবে তা কখনই শত শত শ্রমিকের ভবিষ্যতকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়ে নয়। আর সেকারণেই রোনাল্ডোর ১১২ মিলিয়ন ইউরোতে জুভেন্তাসে আগমন নিয়ে জেহাদ ঘোষণা করেছে ফিয়েট গাড়ি নির্মানকারী শ্রমিকরা। উল্লেখ্য ফিয়েট শ্রমিকদের বনধ্-কে সমর্থন জানিয়ে ইতালির মেলফি শহরে ৪৮ ঘণ্টার বনধে্ সামিল হবে সিএনএইচ ইন্ডাস্ট্রির শ্রমিকরাও।
আরও পড়ুন- রোনাল্ডোকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করল রিয়াল মাদ্রিদ