কেরলে জাতীয় গেমসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত খেলোয়াড়

ফের এক খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা ঘটল। এবার খোদ জাতীয় গেমসে। কেরলে জাতীয় গেমস চলাকালীন হৃদরোগে (cardiac arrest) আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ বছরের এক নেটবল খেলোয়াড়। মৃত সেই নেটবল খেলোয়াড়ের নাম ময়ূরেশ পাওয়ার। মহারাষ্ট্রের ওই নেটবল খেলোয়াড় সোমবার এক প্রস্তুতি ম্যাচের পর হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Updated By: Feb 2, 2015, 04:48 PM IST
কেরলে জাতীয় গেমসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত খেলোয়াড়
মৃত সেই খেলোয়াড়। (ছবি-ফেসবুক থেকে)

ওয়েব ডেস্ক: ফের এক খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা ঘটল। এবার খোদ জাতীয় গেমসে। কেরলে জাতীয় গেমস চলাকালীন হৃদরোগে (cardiac arrest) আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ বছরের এক নেটবল খেলোয়াড়। মৃত সেই নেটবল খেলোয়াড়ের নাম ময়ূরেশ পাওয়ার। মহারাষ্ট্রের ওই নেটবল খেলোয়াড় সোমবার এক প্রস্তুতি ম্যাচের পর হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গেমসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্ডোর স্টেডিয়ামে চণ্ডিগড়ের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচ খেলে  দলের সকলের সঙ্গে হোটেলে ফিরেছিলেন সেই নেটবল খেলোয়াড়। কিছুক্ষণ পরে বুকের যন্ত্রণায় জ্ঞান হারান তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  

প্রসঙ্গত, ৩৫ তম জাতীয় গেমসে গত শনিবার থেকে কেরলে শুরু হয়। পদক তালিকায় এখন সবার আগে হরিয়ানা, তারপর সার্ভিসেস।

.